সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সেনাবাহিনীতে সরাসরি বি’না পরীক্ষায় লেফটেন্যান্ট হওয়ার সেরা সু’যো’গ, জানুন আবেদনের শে’ষ তারিখ

কোনও পরীক্ষা না দিয়েই ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যোগ দেওয়ার এক দারুণ সুযোগ৷ কারণ সেনার পক্ষ থেকে ঘোষণা করেছে Technical Graduate কোর্সের আবেদনের কথা৷ আবেদনকারী শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হলেই হবে না, পাশাপাশি মানতে হবে আরও একটি শর্ত। আবেদনকারীকে অবিবাহিত হতে হবে। এই কোর্সে যারা ভর্তি হবেন, তাদের প্রথমে দেরাদুনের সেনা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ প্রশিক্ষণ চলাকালীন লেফটন্যান্স র‍্যাঙ্কে শর্ট সার্ভিসে কমিশন করা হবে ৷ প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট র‍্যাঙ্কেরই স্থায়ী কমিশন পাবেন তারা।

যোগ্যতা

ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। অবশ্য ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্ররাও এতে আবেদন জানাতে পারবেন ৷

বয়সসীমা

২০ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ৷

খরচ

প্রশিক্ষণের গোটা খরচই সরকার দেবে৷ কিন্তু প্রশিক্ষণ চলাকলীন মাঝপথে কেউ ছেড়ে দিলে তাকে প্রতি সপ্তাহ হিসেবে ১২৯০৮ টাকা করে দিতে হবে ৷