সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমি ডাকাতিও করিনি, চুরিও করিনি, তবুও CBI আমাকে ডা’ক’ছে: অনুব্রত

হিংসা মামলায় এবং গরুর পাচার চক্রের ভবিষ পেতে তদন্তের স্বার্থে সিবিআই হাজিরার মুখোমুখি হতে হয়েছে অনুব্রত মণ্ডলকে। বীরভূমের এই দাপটে তৃণমূল নেতাকে ঘন্টার পর ঘন্টা সিবিআইয়ের দপ্তরে আধিকারিকদের সামনে বসে প্রশ্নের জবাব দিতে হয়েছে। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি।

সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন তিনি। এই প্রসঙ্গে বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। তার দাবি বিজেপির উদ্দেশ্যে প্রণোদিতভাবে তাকে তলব করেছিল। তার স্পষ্ট দাবি তিনি চুরিও করেননি। ডাকাতিও করেননি। তিনি মহাদেবের ভক্ত। তাকে মিথ্যে অভিযোগে ডাকা হচ্ছে।

এরপর বিজেপির সঙ্গে বলতে গিয়ে তিনি বলেন বিজেপি সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করে। বাংলাতে বিজেপির সংগঠন নেই বলেই কটাক্ষ করেছেন তিনি।

আরো পড়ুন: এখনকার ছবির মাথা’মু’ন্ড নেই, ফালতু ছবি তৈ’রি হচ্ছে! টলিউড নিয়ে বি’স্ফো’র’ক বিপ্লব

উল্লেখ্য এর আগে এপ্রিল মাসের গরু পাচার মামলায় সিবিআই দপ্তরে অনুব্রত মন্ডলের হাজিরা দেওয়ার কথা ছিল। তবে নিজয়ান প্যালেসে হাজিরা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে এস এস কে এম এ ভর্তি হতে হয় তাকে।

একাধিক শারীরিক সমস্যা নিয়ে টানা ১৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর জুন মাসে তাকে আবার নিজাম প্যালেসে হাজিরা দিতে যেতে হয়।

সিবিআই হাজিরা এবং শারীরিক অসুস্থতার পর বিগত দুই মাস তাকে রাজনীতির ময়দানে দেখা যায়নি। মঙ্গলবার তিনি তৃণমূলের দলীয় বৈঠকে যোগদান করেন।