সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেলে মাত্র ৩০ টা’কা’র বিনিময়ে খে’তে পারবেন লাঞ্চ ও ডিনার, এই শ’র্ত মানলেই কেল্লাফতে

ভারতের গণপরিবহনের অন্যতম মাধ্যম হলো রেল। নিত্য যাতায়াতের পাশাপাশি দূরপাল্লার যাতায়াতের জন্য অনেকেই ট্রেনের উপরে ভরসা করেন। দূরপাল্লার যাতায়াতের ক্ষেত্রে পরিবহনের পরিষেবা দেওয়ার পাশাপাশি আরও বেশ কিছু সুবিধা দিয়ে থাকে রেল কর্তৃপক্ষ। যেমন যাত্রীদের খাওয়া-দাওয়া তাদের সুযোগ সুবিধার উপর গুরুত্ব দেওয়া হয়।

সাম্প্রতিক রেলের তরফ থেকে যাত্রীদের দুর্ভোগ এড়াতে রাজধানী বন্ধে ভারত শতাব্দী এক্সপ্রেসের মতো দ্রুতগামী ট্রেনে খাবারের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

দামের নতুন তালিকা অনুসারে জানা গিয়েছে টিকিটের সঙ্গে খাবারের দাম মিটিয়ে দিলে খরচে সাশ্রয় হবে। রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে চা পরিবেশনের ক্ষেত্রে অতিরিক্ত সার্ভিস ট্যাক্স নেওয়া যাবে না।

আরো পড়ুন: নতুন উপায়ে IRCTC-র নামে ফাঁ’দ পেতেছে প্র’তা’র’ক’রা, না জানলেই বি’প’দ ডে’কে আনবেন

রাজধানী কিংবা শতাব্দীর মত ট্রেনে প্রথম শ্রেণীতে এক কাপ চায়ের দাম ৩৫ টাকা করে নেওয়া হয়। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে এই চা এর দাম যাত্রীদের জন্য অনেকটাই কমে আসে। সেখানে এক কাপ চায়ের জন্য কুড়ি টাকা নেওয়া হয়।

টিকিটের সঙ্গে খাবারের দাম মেটানো থাকলে নির্ধারিত দাম দিতে হবে যাত্রীদের। একটি বিশেষ স্বার্থে দুপুরের বা রাতের খাবার পাওয়া যাবে মাত্র ত্রিশ টাকাতে। ট্রেন দেরি করে চললে এই দামে খাবার পাবেন যাত্রীরা।

সেখানে চায়ের দাম হবে মাত্র ৮ টাকা। দুপুরের বা রাতের খাবার পাওয়া যাবে ৩০ টাকায় এমনকি প্রাতরাশ এবং সন্ধ্যের খাবার পাওয়া যাবে ৩০ টাকার বিনিময়ে।