সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন উপায়ে IRCTC-র নামে ফাঁ’দ পেতেছে প্র’তা’র’ক’রা, না জানলেই বি’প’দ ডে’কে আনবেন

ট্রেন টিকিটে রিফান্ড প্রক্রিয়ার সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পাতছে আইআরসিটিসি। এই ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এবার রেলওয়ে পরিষেবার তরফ থেকে টুইট বার্তাই জানানো হয়েছে যাত্রীরা যেন কোনও সন্দেহজনক লিংক কিংবা কলের ফাঁদে না পড়েন।

ইউপিআই হ্যান্ডেল যুক্ত ব্যবহারকারীদের আর্থিক প্রতারণা করার জন্য ফাঁদ পেতেছে প্রতারকেরা। কিছু ব্যক্তি আইআরসিটিসি ব্যবহারকারীদের টার্গেট করছে। বিশেষ করে যারা রিফান্ড সংক্রান্ত বিষয়ে জানতে চাইছেন তাদের প্রতারণার সম্মুখীন হতে হচ্ছে।

আইআরসিটিসি আধিকারিকরা জানাচ্ছি এই ধরনের প্রতারকরা বিভিন্ন নম্বর থেকে ফোন করছে এবং নানা লিংক পাঠাচ্ছে গ্রাহকদের। গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন এই লিংক বা ফোনগুলিতে সাড়া না দেন।

আরো পড়ুন: অদ্ভুত আ’কৃ’তি’র বৃক্ষ, এই গাছের কাণ্ডে ১.২ লক্ষ লিটার স’ঞ্চি’ত থাকে!

এই রিফাইন প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় যা কোন ব্যক্তির হস্তক্ষেপের সঙ্গে জড়িত নয়। সম্প্রতি একজন টুইটার ব্যবহারকারী এই প্রতারণা সম্পর্কিত ফোন পেয়ে টুইটারে পোস্ট করেছিলেন।

তিনি বলেন তাকে ফোন করে ঝামেলা ঝঞ্ঝাটহীন জার্নির জন্য পিএনআর নম্বর চাওয়া হয় এবং অভিযোগ জানাতে একটি লিংক পাঠানো হয়।

যাকে টিকিটের টাকা ফেরত দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। তখন প্রতারকরা তার সঙ্গে যোগাযোগ করে তাকে নানাভাবে ফাঁদে ফেলার চেষ্টা করে।