সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্ঘ’ট’না’র ক’ব’লে ভা’র’তী’য় সেনা’বাহি’নীর বা’স! নি’হ’ত ৭, আ’হ’ত ১৯ জন

দু'র্ঘ'ট'না'র ক'ব'লে ভা'র'তী'য় সেনা'বাহি'নীর বা'স! নি'হ'ত ৭, আ'হ'ত ১৯ জন

লাদাখের তুর্তুক সেক্টরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ভারতীয় সেনাবাহিনীর বাসের। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, ঘটনায় ১৯ জন গুরুতর ভাবে আহত হয়েছে ও ৭ জন জওয়ান নিহত হয়েছে। ইতিমধ্যেই তড়িঘড়ি করে উদ্ধার কার্য শুরু হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে।

হঠাৎ করে ভারতীয় সেনাবাহিনীর বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় লাদাখের শিওক রিভারে। মোট যাত্রী ছিল ২৬ জন, তার মধ্যেই নাকি ৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে, এই খবরে সন্দেহ রয়েছে, কারণ বাকি ১৯ জন গুরুতর ভাবে আহত। উন্নত চিকিৎসার জন্য ওয়েস্টার্ন কমান্ডের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য ব্যবহার করা হয়েছে বায়ুসেনার হেলিকপ্টার।

একটা সময় এই সমস্ত এলাকায় সেনাবাহিনী তেমন ভাবে নজরদারি চালাতো না। তবে ২০২০ সাল থেকে ভারত ও চীনের সংঘর্ষের ফলে, বিদেশ লাইন অব একচুয়াল কন্ট্রোল এলাকায় দারুণভাবে সেনা মজুদ করে চলেছে। বিশেষ করে প্যাঙ্গং হ্রদ এর ফিংগার এলাকা গুলি নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়েছে। দুই দেশের মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু এখনো কোনো সমাধান সামনে আসেনি।

তবে ভারতীয় সেনা নজরদারি ক্রমাগত চালিয়ে যাচ্ছে সীমান্ত এলাকা জুড়ে। সুষ্ঠুভাবে দুই দেশের মধ্যে আলোচনা চললেও চিন যেন, ভারতকে সর্বদা চাপে রাখার চেষ্টা করছে। তাই ভারতও ঠিক একই ভাবে সীমান্ত রেখা জুড়ে অবস্হান করছে। লাদাখের পাহাড়ি রাস্তা দিয়ে সর্বদা ভারতীয় সেনা যাতায়াত করে থাকে, কিন্তু আজকের দুর্ঘটনা অনেকটাই মর্মান্তিক, যে কারণেই এই খবর পেয়েই সবার মনে শোকের ছায়া নেমে এসেছে।