সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর লোন পাওয়া যা’বে না, নো’টি’শ জা’রি করে জা’না’লো রিজার্ভ ব্যাংক

বিভিন্ন ফিনটেক কোম্পানিগুলি টাকা লেনদেনের মতো আর্থিক পরিষেবার পাশাপাশি পে লেটার, লোন বা ক্রেডিট কার্ডের ব্যবসায় নেমেছে।

সেই তালিকায় রয়েছে আমাজন পে, স্লাইস, সিম্পল, ফি, ওয়ানকার্ড, ইউনি’র মতো সংস্থা। ফলে দেশজুড়ে ঋণের ব্যবসায় রমরমা। এখন থেকে এ ধরনের অব্যাঙ্কিং পিপিআই সংস্থাগুলি আর গ্রাহকদের ঋণ দেওয়ার মতো পরিষেবা দিতে পারবে না।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) এই মর্মে নির্দেশিকা জারি করল। এই নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ২০০৭ সালের পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: অগ্নিপথ বি’ক্ষো’ভে’র কারণে ভারতীয় রেলের ক্ষ’তি’র পরিমাণ ছাড়িয়েছে ১০০০ কো’টি

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ, ৩০ জুনের পরে কোনও সংস্থাই গ্রাহকের কার্ডের বিবরণ সংরক্ষণ করে রাখতে পারবে না। পাশাপাশি, এখন যে তথ্য রয়েছে তাও মুছে ফেলতে হবে। টোকেনের মাধ্যমে ১ জুলাই থেকে অনলাইন কেনাকাটা হবে।