সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SpaceX রকেটের সঙ্গে চাঁদের সং’ঘ’র্ষ হবে ৪ মার্চ, ঘু’ম উ’ড়ে’ছে Elon Mask-র

SpaceX এর একটি রকেটের চাঁদের সঙ্গে বড়সড় ধাক্কা লাগবে। এমনই তথ্য সামনে উঠে এসেছে। বিজ্ঞানীদের মধ্যে যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। এবং সেই ধাক্কার ফলে সম্পূর্ণ ধ্বংস হতে পারে SpaceX’র রকেটটি; নাম Falcon 9 ।2015 সালে Elon Musk-এর সংস্থা SpaceX ওই রকেটটি মহাকাশে পাঠিয়েছিল।

রকেটটি ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়। সেটি মূলত Space Weather Satellite। দীর্ঘ 7 বছরে যাত্রা করে বর্তমানে সেটি পৃথিবী থেকে 10 লাখ মাইল দূরে অবস্থান করছে। 4 মার্চ 2022 তারিখে ওই রকেটটির সঙ্গে চাঁদের সংঘর্ষ হবে। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত আন্দাজ করেছেন ওইদিন সকাল 7টা 25 মিনিট নাগাদ সংঘর্ষ হবে।NASA-র কাজের জন্য 2015 সালে ওই রকেট পাঠানো হয়। সেটি মূলত Deep Space Climate Observatory (DSCOVR) স্যাটেলাইট। অর্থাৎ মহাকাশের আবহাওয়ার উপর নজরদারি চালাত ওই রকেটটি।

মহাকাশের আবহাওয়ার উপর নজরদারি চালানোর পাশাপাশি আরও একটি বড় কাজ করে সেটি। কোনও সৌর ঝড় তৈরি হলে তা পৃথিবীতে আছড়ে পড়ার 1ঘণ্টা আগেই বুঝতে পারে ওই রকেট। এবং সেই অনুযায়ী বিভিন্ন সিগন্যাল পাঠাতে থাকে। এই রকেটটি প্রধানত Advanced Warning System হিসেবে কাজ করে। বিজ্ঞানীরা বিভিন্ন পর্যবেক্ষণ থেকে জানতে পেরেছেন, 4 মার্চ তারিখে ওই রকেটটি 2.58 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে চাঁদে ধাক্কা মারবে। প্রতিঘণ্টায় যা 5770 মাইলের সমান।

এবিষয়ে Ars Technica-র একটি রিপোর্টে প্রকাশ, ওই রকেটের এই মুহূর্তে পর্যাপ্ত জ্বালানি নেই যে সেটিকে ফের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। অন্যদিকে শক্তি না থাকার ফলে Earth-Moon System থেকেও বের হতে পারবে না। 2015 সাল থেকেই ওই রকেটটি একটি কক্ষপথে ঘুরছিল। আর সেকারণে শক্তি ক্ষয় হয়েছে রকেটটির।