সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাস্তু টিপস: মা লক্ষ্মীকে প্র’স’ন্ন করতে এইদিকে মু’খ ক’রে জ্বা’লা’ন প্রদীপ

যেকোনো পূজা-অর্চনা আমরা নদীর না জানিয়ে করতে পারিনা। হিন্দু ধর্মের প্রদীপ জ্বালানোর একটি অনুরোধ রয়েছে বলে মনে করা হয়। বেশিরভাগ মানুষ বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে পুজো করেন। তুলসী মঞ্চ থাকলে তুলসী মঞ্চের সামনে প্রদীপ জ্বালিয়ে পূজা-অর্চনা করেন অনেকে। তবে শুধুমাত্র ভালো লাগে বলে নয়, বাস্তবে এই প্রদীপ জ্বালানোর অন্য একটি অর্থ রয়েছে।

জ্যোতিষবিদ এর মত অনুযায়ী, দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই উত্তর দিকে মুখ করে লক্ষ্মী পুজো করেন কিন্তু এটি একেবারে ভুল ধারণা। দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার জন্য দক্ষিণ দিকের গুরুত্ব বোঝা দরকার সবার আগে। শাস্ত্রে দক্ষিণ দিকে বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত মন্দির কিন্তু মুখোমুখি। লোকের বাসস্থানও উত্তরে নয় বরং দক্ষিণ দিকে।

উত্তর দিকে জ্ঞান পাবেন কিন্তু অর্থ পাবেন দক্ষিণ দিকে। বাড়ির দক্ষিণ দিক অর্থের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দক্ষিণ দিক লক্ষ্মীর অভিমুখ। এটি যমের মুখ বলে মনে করা হয়। তাই দীপাবলিতে যম এবং লক্ষী একসঙ্গে আসেন।
দক্ষিণ দিকে কার্য ক্ষমতার দিক বলে মনে করা হয়। বিষ্ণু লক্ষ্মীর প্রিয় এবং তিলকে বিষ্ণুর মন্ড বলে মনে করা হয় তাই নিয়মিত ভাবে যদি আপনি দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান তাহলে আপনার ঘর থেকে দারিদ্রতা চিরকালের জন্য দূর হয়ে যাবে।