সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সমগ্র বিশ্বকে পরমাণু যু’দ্ধে’র দি’কে ঠে’লে দি’চ্ছে চীন! স্যাটেলাইটে কু’কী’র্তি ধরা পড়লো

আমরা জানি ইতিমধ্যেই বিগত দুবছর ধরে সারা পৃথিবী করোনা নামক মহামারীর দাপটে আক্রান্ত, যদিও তারও সেই মূলে নাম উঠে এসেছে চীনেরই, এবার সেই চিন এবারে সারা বিশ্বকে ঠেলে দিতে চলেছে পরমাণু যুদ্ধের দিকে, এমনই তথ্য সামনে আসার পর উদ্বেগ বাড়িয়ে তুলেছে সবারই, স্যাটেলাইট ছবির মাধ্যমে দেখা গেছে প্রায় তিনটি জায়গায় চীন মিসাইল সাইলো বানাচ্ছে, যা শোনা যাচ্ছে তা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা সবচেয়ে বড় মিসাইল সাইলো।

চীন সবসময়ই নতুন নতুন টেকনোলজি নতুন নতুন ভাবনা দিয়ে বিশ্বকে অবাক করে দেয় এবং তাদের এবারের সেই অভিনব প্রযুক্তির বলেই তাঁরা এবার তৈরি করছে মিসাইল সাইলো। উত্তর-মধ্য চীনের ইউমেন হামি আর আন্দ্রাসে দ্রুত গতিতে এই মিসাইল সাইলো নির্মাণের কাজ করে চলেছে চীন, যা আকারে অনেকটাই বড়। আমেরিকার থিংক-ট্যাঙ্ক ফেডারেশন অফ আমেরিকান সাইন্টিস্ট প্লানেটস ও ম্যাক্সার টেকনোলজিসের দ্বারা যে ছবি সামনে এসেছে সেই ছবির উপর ভিত্তি করেই এই তথ্য দাবি করা হচ্ছে।

তবে এখানেই শেষ নয় এফ এ এস আরও দাবি যে, কমপক্ষে তিনশটা মিসাইল সাইলো তৈরিতে ব্যস্ত চীন, এমনকি এই সাইট গুলোর মাধ্যমে পরমাণু হাতিয়ারও লঞ্চ করা যাবে বলে দাবি তাদের। এফ এ এস তাদের প্রতিবেদনের লেখক ম্যাট কোর্ডা আর এম ক্রিটেন্স এদিন মঙ্গলবার জানান যে, এটি হচ্ছে চীনের সবথেকে অভূতপূর্ব পরমাণু নির্মাণ, তবে এই মিসাইল সাইলো সাইটগুলি কার্যকর হতে কয়েক বছর সময় লাগবে এবং তখনই বোঝা যাবে চীন এই সাইলো গুলিকে কিভাবে ব্যবহার করবে।তা শুধুমাত্র সময়ের অপেক্ষা।