সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ন্যাশনাল হেরাল্ড মা’ম’লা’য় রাহুলকে হাজিরার নি’র্দে’শ, ED-দপ্তর ঘেরাও করার ছ’ক কংগ্রেসের

গত ২ জুন ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রথমবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ডেকে পাঠায় ইডি। কিন্তু রাহুল সেসময় বিদেশে ছিলেন। তাই তিনি চিঠি লিখে ইডির কাছে ফের সময় চেয়ে নেন ।

তারপরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী কে আগামী সোমবার ডেকে পাঠানো হয়েছে। রাহুল ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার ইডি দপ্তরে হাজিরা দেবেন। কংগ্রেস রাহুলের হাজিরার দিন দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের কর্মসূচি নিয়েছে।

দলের প্রাক্তন সভাপতিকে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তলব করা হয়েছে, তা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস।

আরো পড়ুন: লাল রঙের ঢেঁড়শ চাষ করেই হাজার হাজার টা’কা ইনকাম করছেন কৃষকরা, দাম শু’ন’লে আঁ’ত’কে উঠবেন!

কংগ্রেস নেতা মণিকম ঠাকুর জানান, সোমবার রাহুল গান্ধী যখন ইডি দপ্তরে হাজিরা দেবেন সেসময় তাঁর সঙ্গে দলের শীর্ষনেতারা ইডি অফিস পর্যন্ত যাবেন। জেরা শেষ হওয়া পর্যন্ত তাঁরা ইডি দপ্তরের সামনেই থাকবেন।

দলের সব সাংসদকেও দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ হয়, কংগ্রেসের নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে ইডির মোট ২৫টি দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবেন।

এছাড়াও দিল্লিতে যুব কংগ্রেসের একাধিক কর্মসূচি থাকছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় এটি রাহুলের দ্বিতীয় তলব। আগামী ২৩ জুন শুধু রাহুল নন হাজিরা দেবেন সোনিয়া গান্ধীও।