সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীঘা ঘুরতে গি’য়ে বিপত্তি, পোকার কা’ম’ড়ে অসুস্থ পর্যটক

দিঘাতে ঘুরতে গিয়ে বিষাক্ত পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন হুগলির একজন ব্যক্তি। তার পায়ে আচরের দাগ পাওয়া গিয়েছে। সঙ্গে গোটা শরীরে প্রচন্ড যন্ত্রণা এবং জ্বর এসে গিয়েছে তার। ওই ব্যক্তির বাঁ পা সম্পূর্ণ ফুলে গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

যদিও তাকে কি পোকা কামড়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। পোকার কামড়ে যিনি অসুস্থ হয়ে পড়েছেন তার নাম নরেশ বর্মন। তিনি হুগলির পান্ডুয়ার শান্তিনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

মঙ্গলবার দিঘাতে বেড়াতে গিয়েছিলেন তিনি। শুক্রবার সকালে বাড়ি ফিরে থাকেন তার বাঁ পা ফুলে গিয়েছে এবং পায়ে আচরের দাগ রয়েছে। শরীরে প্রচন্ড যন্ত্রণা শুরু হয় এবং তার সঙ্গে জ্বর আসে।

আরো পড়ুন: বৃষ্টি কি হ’বে? কোন কোন জেলা ভিজবে জেনে নিন

সমুদ্রের জলে কোনো জলজ পোকা তাকে কামড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। নরেশ বাবু জানিয়েছেন দীঘার সমুদ্রে স্নান করতে নেমে তিনি কিছু বুঝতে পারেননি। বাড়ি ফিরে এসে দেখেন তার পা ফুলে গিয়েছে। তিনি প্রথমে ভেবেছিলেন বাসে করে যাতায়াত করার ফলে পা ফুলেছে।

শুক্রবার বাড়ি ফেরার পর তার অবস্থা আরও গুরুতর হতে থাকে। আপাতত তার রক্তসহ বিভিন্ন পরীক্ষা করতে বলা হয়েছে। ওই পরীক্ষার রিপোর্ট এলে রোগ ধরা পড়বে বলে মনে করছেন চিকিৎসকরা।