সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ’বা’র শহর কলকাতাতেও চলবে ট্রলি বাস

কলকাতায় বিভিন্ন ট্রাফিকের ভিড় কমানোর জন্য বিলুপ্ত হয়ে যাচ্ছে কলকাতার ঐতিহ্য ট্রাম গুলি। তবে জানা গেছে যে বিলুপ্তি শেষ হবে কারণ এবার থেকে কলকাতার রাস্তায় দেখা যাবে ট্রলি বাস যেগুলি চলবে ট্রামের বৈদ্যুতিক তারের দ্বারা।

রাজ্য সরকার কথিত এই ধরনের সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। যেভাবে ক্রমশ জ্বালানির দাম বাড়ছে সেই জন্য এখন বেশিরভাগ রাস্তায় দেখা যাচ্ছে ই বাস,ই অটো। তবে এটার জন্য যথেষ্ট চার্জিং এর ঝামেলা রয়েছে সেই জন্য এবার রাজ্য সরকার নতুন এক ধরনের চিন্তাভাবনা করার কথা ভাবছে।

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এরপর রাস্তায় দেখা যাবে ট্রলি বাস। এই গোটা বৈঠক করেছেন পরিবহন মন্ত্রীর সঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই বৈঠকে উপস্থিত ছিলেন ই বাসের নির্মাণকারীর সহ বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহকারী বেসরকারি কয়েকটি সংস্থার কিছু প্রতিনিধি।

আরো পড়ুন: ছিলেন শিক্ষক, রাতারাতি হয়ে গেলেন ঝাড়ুদার, ৩৪৪ জন শিক্ষকদের নি’য়ে যা ক’র’লো কেরল সরকার

যেহেতু ই-বাস গুলির পরিবহন সঠিকভাবে হওয়া সম্ভব নয় সেই জন্য ট্রলিবাস আনার কথায় পরিকল্পনা করা হচ্ছে। পরীক্ষা করার জন্য ট্রলিবাস গুলি কলকাতার রাস্তায় নামানো হবে এমনই পরিকল্পনা করা হচ্ছে, যদি পরিকল্পনা সঠিক হয় তবে খুব তাড়াতাড়ি কলকাতার রাস্তায় দেখা যাবে ট্রলিবাস।

যেভাবে প্রত্যেকদিন জ্বালানির দাম বাড়ছে সে জন্য সাধারণ মানুষ প্রতিবাদী হয়ে উঠছে এই রকম অবস্থাতে যারা নিয়মিত বাসে কিংবা অন্যান্য যানবাহনে যাতায়াত করে ভাড়াও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর ফলে তৈরি হচ্ছে নানান সমস্যা।

এই ধরনের সমস্যা গুলোর সমাধান করার জন্যই এই ধরনের একটি পরিকল্পনা করা হচ্ছে। ই বাসের ক্ষেত্রে যে চার্জিং স্টেশনের যে সমস্যা, সেই সমস্যা মেটানোর কথাও ভাবা হচ্ছে ইতিমধ্যে।