সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঠিক ম’তো টেট পরিচালনা ক’রা’তে পুলিশ ও জেলাশাসককে গাইডলাইন প্রাথমিক শিক্ষা পর্ষদের

পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমানে টেট দুর্নীতি নিয়ে যে জল ঘোলা হচ্ছে, সেটা নতুন করে বলার কিছুই নেই। তবে এই সমস্ত কেলেঙ্কারির মধ্যে নতুন করে ১১ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যার জন্য আবেদন করেছে ৭ লক্ষ পরীক্ষার্থী। আগামী ১১ ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছে।

এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কিভাবে নির্ভয়ে পরীক্ষা নেওয়া যায়? তার জন্য যা যা করণীয় সেটাই তারা করছে বলেই খবর। পরীক্ষার দিন পরীক্ষা চলাকালীন যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

ইতিমধ্যেই ১৬ দফার গাইডলাইন তৈরি করা হয়েছে যেটা প্রত্যেকটি জেলার জেলাশাসকদের ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ১৪৫৩ টি কেন্দ্র ঠিক করা হয়েছে পরীক্ষার জন্য, ১১ ডিসেম্বর রবিবার দুপুর বারোটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা চলবে। আর এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। পুলিশের অতিরিক্ত নিরাপত্তা রাখা হবে পরীক্ষা কেন্দ্রে ও তার বাইরেও।

আরো খবর: এখন থে’কে সপ্তাহে শনি ও রবিবার ছুটি থা’ক’তে পারে ব্যাংক!

এখানেই শেষ নয় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখার দাবি জানিয়েছে পর্ষদ। এই বিষয় নিয়ে স্বরাষ্ট্র সচিবকে ইতিমধ্যে চিঠি দিয়েছে পর্ষদ। পর্ষদ সমস্ত পরীক্ষা কেন্দ্র ও তার আশেপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করতে চায় না, তবে স্পর্শকাতর কিছু জায়গা রয়েছে সেই সব তালিকায় ইতিমধ্যেই বানিয়েছে পর্ষদ।

সেখানে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। বলা যেতে পারে কোনরকম ভুলত্রুটি করতে চাইছে না তারা, একেবারে নির্বিঘ্নে যাতে এই টেট পরীক্ষা নেওয়া সম্ভব হয় সেটার চেষ্টাই করছে তারা।