সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাগ’ডোগরা রেঞ্জে’র উ’দ্যো’গে আয়ো’জিত হল ফুলবাড়ি ব্যা’রে’জে বাৎ’সরিক জল’পক্ষি গ’ণ’না কর্ম’সূচি

বাগডোগরা রেঞ্জের উদ্যোগে আয়োজিত হল ফুলবাড়ি ব্যারেজে বাৎসরিক জলপক্ষি গণনা কর্মসূচি

সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ফুলবাড়ি ব্যারেজে বাৎসরিক জলপক্ষি গণনা কর্মসূচির আয়োজন করল বনবিভাগ। এদিন কার্শিয়াং বনবিভাগের বাগডোগরা রেঞ্জের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনদপ্তরের আধিকারিকরা। বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সমীরণ রাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে এই দিন ওই এলাকায় পাঁচটা দলে ভাগ হয়ে জলভূমীতে অভিচরণ কারি পাখির গণনা করা হয়।

মূলত যে সমস্ত পাখিগুলি দূরবর্তী এলাকা থেকে এসে বৃহৎ জলাভূমী এলাকাগুলিতে অভিচরণ করে। সেই সমস্ত পাখিগুলির সমীক্ষার রিপোর্ট তৈরি করা হবে। তাতে বিভিন্ন প্রজাতির পাখিদের চিহ্নিত করে রাখা সম্ভব।

গত বছরের যে গণনা রিপোর্ট রয়েছে সেই অনুযায়ী এলাকায় ৯৫ টি প্রজাতির পাখি রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এদিনের এই কর্মসূচির ব্যবস্থা করা হয়। এজন্য তিন ঘণ্টার সময় ধরে নেওয়া হয়েছে।