সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রান্নাঘরে কোথায় ফ্রিজ রাখা ভা’লো? জানুন কি বলছে বাস্তু

রান্নাঘর হল বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। বাস্তুমতে রান্নাঘরে সব জিনিস খুব যত্ন সহকারে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় কারণ সেখানে নাকি স্বয়ং লক্ষ্মী বিরাজমান। তাই বাস্তু মতে রান্নাঘরে কোথায় কী রাখা উচিত তা-ই আজকের প্রতিবেদনের বিষয়।

আজকাল রান্নাঘরে আমরা সকলেই ফ্রিজ ব্যবহার করি। কারণ এটি আমাদের খাবার সতেজ ও ঠান্ডা রাখে। ঘরে খুব জরুরী। ফ্রিজ চলতে মূলত ইলেকট্রিসিটির প্রয়োজন আর ফ্রিজে সব সময় একটা কম্পন হয় হলে ঘরের ঠিক কোন দিকে ফ্রিজ রাখা ভালো তাও বাস্তুর সঠিক নিয়ম মেনে করা উচিত। এছাড়া কী রঙের ফ্রিজ ঘরের জন্য ভালো তাও বলে দেবে এই বাস্তু টিপস।

* বাড়ির দক্ষিণ-পূর্ব কোণ রান্নাঘর তৈরির জন্য উপযুক্ত জায়গা। কারণ এই জায়গায় রান্নাঘর থাকলে আগুনের ভয় অনেকটা কম হয়। আর যদি সেই দিকে রান্নাঘর নির্মাণ করা সম্ভব না হয় তাহলে উত্তর-পশ্চিম দিকও রান্নাঘরের জন্য বেছে নেওয়া যেতে পারে।

* ঘরের ঈশান কোণে অর্থাৎ উত্তর-পূর্ব কোণে এমনকি পূর্ব দিকেও ফ্রিজ রাখা ঠিক নয়। এতে গৃহস্থ কোনও না কোনও ক্ষতির সম্মুখীন হয়।

আরো খবর: ঘ’রে AC চালানোর সময় এই ৫ জিনিস মা’থা’য় রাখুন, নাহলে বিল আসবে অত্যধিক

* উত্তর দিকে লাল রঙের ফ্রিজ রাখা ভালো নয় কারণ এর ফলে সন্তানরা সাফল্য পায় না। এছাড়া বাড়ির যাঁরা কেরিয়ার গড়ার চেষ্টায় আছেন, তাঁদের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, পাশাপাশি ব্যবসায় উন্নতিও বন্ধ হয়ে যায়।

* বাস্তুমতে রান্নাঘরে দুটি জানালা থাকা উচিত। তাই রান্নাঘরে জানালা থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

* দক্ষিণ দিকে সিলভার এবং ধূসর রঙের ফ্রিজ রাখা একদমই ঠিক নয় কারণ এক্ষেত্রে সংসারে আর্থিক উন্নতি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

* অন্যদিকে উত্তর-পশ্চিম কোণে সবুজ রঙের ফ্রিজ রাখলে মস্তিষ্কজনিত কোনো রোগ হতে পারে। ধীরে ধীরে অবসাদ গ্রাস করতে পারে। এই দিকে লাল বা হলুদ রঙের ফ্রিজ রাখা ভালো।