সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘ’রে AC চালানোর সময় এই ৫ জিনিস মা’থা’য় রাখুন, নাহলে বিল আসবে অত্যধিক

উফ্ যা গরম! তাতে ঘর ঠান্ডা রাখতে মানুষ AC না লাগিয়ে আর যায় কোথায়! গরমে বাড়িতে এসির ব্যবহার বাড়ার পাশাপাশি তার ইলেকট্রিক বিলের দাপটে মানুষের অবস্থা নাজেহাল হয়ে উঠছে। তবে AC চালানোর সঠিক নিয়ম অনেকেই জানেন না যে কারণে তাদেরকে অতিরিক্ত বিল গুনতে হয়। আজকের প্রতিবেদনে আপনাদের এই ভুলগুলি সম্পর্কে জানাতে চলেছি।

১) সিলিং ফ্যান না চালানো : বাড়িতে AC যখনই চালাবেন তখন অবশ্যই পাখা চালিয়ে রাখবেন। অনেকেই এটা করেন না বলে AC বেশিক্ষন চলে এবং প্রচুর বিল আসে। এটি করলে যেহেতু আপনার রুম ঠান্ডা হতে বেশি সময় লাগবে না তাই বেশি ক্ষণ ACও চালাতে হবে না।

২) রুম বন্ধ রাখা : AC চালানোর সময় আপনার রুমের দরজা ও জানালা বন্ধ আছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখুন তা না হলে AC বেশিক্ষণ চালাতে হবে। যে কারণে বেশি ইলেকট্রিক বিল আপনাকে পে করতে হতে পারে।

৩) টাইমার না দেওয়া : AC চালানোর সময় ACর রিমোট দিয়ে টাইমার সেট করে রাখতে ভুলবেন না। এর ফলে, নির্দিষ্ট সময় পর AC নিজে থেকেই বন্ধ হয়ে যায়।

আরো খবর: দুটি জায়গায় যেতে মা’ত্র ৯০ সেকেন্ড সময় লা’গে! তবুও এখানকার বাসিন্দারা বিমান পরিষেবা গ্রহণ করেন

৪) সোলার এনার্জি ব্যবহার : বর্তমানে দেখা যাচ্ছে, অনেকেই বাড়িতে সোলার এনার্জি লাগাচ্ছেন। আর এই এনার্জিতেই AC চালাচ্ছেন। এতে অবশ্য আলাদা করে মাসে মাসে অতিরিক্ত বিদ্যুৎ খরচ গুণতে হয় না। তবে সোলার প্যানেল বসানোর জন্য প্রথমে একটু বেশি খরচ হবে।

৫) সার্ভিসিং না করানো : AC মূলত গ্রীষ্ম কালেই ব্যাবহার করা হয়। সারা শীতকাল এটি বন্ধ হয়েই পড়ে থাকে। তাই প্রতি বছর যদি গ্রীষ্মের শুরুতে AC সার্ভিসিং করিয়ে নেন তাহলে একদিকে AC যেমন ভালো থাকবে তেমনই বিদ্যুৎও বেশি খরচ হবে না।