সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুটি জায়গায় যেতে মা’ত্র ৯০ সেকেন্ড সময় লা’গে! তবুও এখানকার বাসিন্দারা বিমান পরিষেবা গ্রহণ করেন

দূরে কোথাও ভ্রমণের জন্য বিমানে ভ্রমণ অন্য যে কোনো যানবাহনের থেকে বেশি আরামদায়ক। কিন্তু বিমান পরিষেবা অত্যন্ত ব্যয়বহুল। তাই এই পরিষেবা ব্যবহার করে বেশি দূরত্ব কম সময়ে অতিক্রম করা গেলেও অনেকেরই সামর্থ্য থাকে না। বেশি দূরত্বের জন্য বিমান পরিষেবা মানুষজন ব্যবহার করে ঠিকই, তবে এমন একটি শহর রয়েছে, যেখানে মাত্র ৯০ সেকেন্ডের জন্য বিমান পরিষেবা ব্যবহার করেন সেখানকার লোকজন।

মাত্র ২.৭ কিলোমিটার রাস্তার জন্য বিমানে চড়েন তারা। কি অবাক হচ্ছেন তো! তবে বিমান পথে যাত্রা করা অনেক ব্যয়বহুল হলেও এই শহরের মানুষজন যাত্রার মাধ্যম হিসাবে কেন বিমান পরিষেবাকেই বেছে নেন? আসুন তবে জেনে নেওয়া যাক।

রিপোর্ট অনুযায়ী, বিশ্বের এই সবচেয়ে স্বল্পতম বিমানযাত্রা হয় Scotland। এখানকার Westray ও Papa Westray এই দুই দ্বীপের মাঝে যাতায়াতের জন্যই বিমান পরিষেবা ব্যবহার করা হয়।

আরো খবর: আজ সোমবার, দেখে নিন কি বলছে রাশিফল (24.04.2023)

এই দুই দ্বীপের মাঝের দূরত্ব মাত্র ২.৭ কিলোমিটার। কিন্তু Westray ও Papa Westray-র মধ্যে কোনো সেতু নেই বলে স্থলপথের যাতায়াত ব্যবস্থা নেই এখানে।

আর সে কারণেই এই দুই দ্বীপের মধ্যে যাওয়া আসা করতে হলে মানুষজন কোনো বাস কিংবা ট্যাক্সি ব্যবহার করতে পারে না। তাই একরকম বাধ্য হয়েই বিমান পরিষেবা ব্যবহার করেন। তবে এই স্বল্প দূরত্বের কারণে এখানে ভাড়ায় কিছুটা ছাড় দেওয়া হয়।