সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কমদা’মে মিলবে আটা, কেন্দ্রের নয়া ঘোষণায় স্ব’স্তি পাবেন আম জনতারা

সম্প্রতি বাজেটে বেশ কিছু জিনিসের দাম আরো একবার বর্ধিত হল এবং যার ফলে মধ্যবিত্তদের কপালের ভাঁজ আরো কিছুটা চওড়া হলো। গমের ক্রমবর্ধমান দামের হাত থেকে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এবার কেন্দ্রীয় সরকার করল একটি বড়সড় ঘোষণা।

সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন কেন্দ্রীয় ভান্ডারের মতো সরকারি আউটলেটে কম দামি আটা পাওয়া যাবে। কেন্দ্রীয় ভান্ডারী ময়দা পাওয়া যাবে 29.50 টাকা প্রতি কেজি দরে। ভারত আটা ব্র্যান্ডের এই আটা হবে।

ময়দার ক্রমবর বর্ধমান দাম খাদ্য সচিব দ্বারা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য সচিব আরও বলেন, মোবাইল ভাইয়ের মাধ্যমে মানুষের কাছে আটা পৌঁছে দেওয়া হবে। মোটা অক্ষরে আটার নাম এবং দাম লিখে দেওয়া হবে।। ৬ ফেব্রুয়ারি থেকে এই আটা বিক্রি করা হবে।

আরো খবর: আজ শনিবার, দিনটি কেমন কা’ট’বে আপনার দেখে নিন, রইলো রাশিফল (04.02.2023)

কেন্দ্রীয় সরকার সমবায়,সরকারি PSU, কেন্দ্রীয় ভান্ডার, NAFED এবং NCCF-এর মতো ফেডারেশনগুলির জন্য 23.50 টাকা প্রতি কেজি হারে 3 লক্ষ টন গমের আটা সংরক্ষণ করেছে।

ভরত আটা সরকারি আউটলেটগুলিতে সর্বোচ্চ 29.50 টাকা প্রতি কেজি দামে বিক্রি করা যেতে পারে এগুলি।খাদ্য সচিব কেন্দ্রীয় ভান্ডার এই বিষয়গুলি দেখাশোনা করবেন।