Home টেক নিউজ দেশের কমদামি CNG গাড়ি কোনগুলি? দি’চ্ছে দমদার মাইলেজ

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের কমদামি CNG গাড়ি কোনগুলি? দি’চ্ছে দমদার মাইলেজ

ভারতের সস্তার গাড়ির বিক্রি সবথেকে বেশি। অনেকেই গাড়ি কেনার ক্ষেত্রে ভরসাযোগ্য সংস্থা এবং বেশি মাইলেজের খোঁজ করেন। পেট্রোলের মূল্যবৃদ্ধির বাজারে সিএনজি অনেক ভালো অপশন। এই বছর মারুতি সুজুকি এবং টাটা নতুন সিএনজি গাড়ি লঞ্চ করেছে।

maruti alto 800 সিএনজি গাড়িতে দাম হল ৪ লক্ষ ৮৯০০০ টাকা। এই গাড়িটি ০.৮ লিটার তিন সিলিন্ডার দ্বারা পরিচালিত হয়। এই গাড়িতে ৩১.৫৯ কিলোমিটার/কেজি মাইলেজ দেয়।

মারুতি এক্সপ্রেসো সিএনজি গাড়িটির শোরুম দাম হল ৫.২৪ লক্ষ টাকা। এই গাড়িটি ৩১.২ কিলোমিটার প্রতি কেজি মাইলেজ দেয়। মারুতি ইকো সিএনজি সেভেন সিটার গাড়িটি দাম হল ৫.৮৮ লক্ষ টাকা।

আরো পড়ুন: তী’ব্র গরমে হাঁ’স’ফাঁ’স অবস্থা উত্তরবঙ্গ জু’ড়ে, স্কুলের সময় ব’দ’ল করার জ’ন্য চিঠি MLA-র

এই গাড়িটি কুড়ি পয়েন্ট ৮৮ কিলোমিটার প্রতি কেজি মাইলেজ দেবে। এছাড়া রয়েছে টাটা টিয়াগো সিএনজি। যে গাড়িটির দাম হল ৬.০৯ লক্ষ টাকা। গাড়িটিতে ১.২ লিটার revotron ইঞ্জিন রয়েছে। গাড়িতে ১৬৫ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেয়।