সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যজনক মৃ’ত্যু নববধূর, আ’ত্ম’হ’ত্যা না দু’র্ঘ’ট’না না হ’ত্যা?

গত মাসের ২০ তারিখ জয়িতা দাস এবং রাহুল পোদ্দার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জয়িতা আগরপাড়া নর্থ স্টেশন রোড এলাকার মেয়ে আর অন্যদিকে রাহুল দমদম পাইকপাড়া এলাকার ছেলে। বেশ সুখেই কাটছিল বিয়ের পরবর্তী দিনগুলি। আর বিয়ের পর সকলেই তো নিজেদের কোয়ালিটি টাইম কাটাতে হানিমুনে যান।

কেউ পাহাড় ভালোবাসেন,তো কেউ সমুদ্র। জয়িতা এবং রাহুলের মনে হয় পাহাড় পছন্দ, তাই এরপর গত ৪ মার্চ হিমাচলপ্রদেশে হানিমুন ট্রিপে যায় নবদম্পতি। কিন্তু সেখানেই যে জয়িতা দাসের জন্য মৃত্যু অপেক্ষা করছিল তা কি আর সে জানত! তবে চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনাটি।

হিমাচলপ্রদেশে বেড়াতে গিয়ে কিন্নর জেলায় পাহাড়ের খাদে পড়ে প্রাণ হারান জয়িতা। শুক্রবার বিকেলে তাঁর বাড়িতে এমন খবরই পৌঁছায়। আগরপাড়া স্টেশন রোড এলাকার বাসিন্দা যাদব চন্দ্র দাস ওরফে জয়িতা দাসের বাবা মেয়ের অকস্মাৎ মৃত্যুর খবর পেতেই গোটা পরিবারের মাথায় যেন বজ্রপাত হয়।

আরো পড়ুন: দিদি নম্বর-১ এ অংশগ্রহণ করতে চা’ন? অডিশনের জন্য যেভাবে আ’বে’দ’ন করতে হ’বে

পাহাড়ের খাদে পড়ে মেয়ের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার। সব বাবা-মাই তো মেয়ের নতুন সংসারের স্বপ্ন দেখে। সেই আশাতেই যাদব চন্দ্র দাস বিয়ে দিয়েছিলেন মেয়ের। মৃত্যু প্রসঙ্গে বাবা যাদব চন্দ্র দাস বলেন, ”গতকাল সাড়ে তিনটে চারটে নাগাদ ওখানকার বিমানবন্দর থেকে একটি ফোন আসে।

ফোনের অপর প্রান্তে ছিলেন কিন্নর পুলিশ স্টেশনের ওসি, তিনি আমাকে বলেন, জয়িতা নাকি পাহাড়ের খাদ থেকে পড়ে গিয়েছে। ওখানকার একটি সুইসাইড পয়েন্ট থেকে প্রায় চারশো-পাঁচশো ফিট নীচে পড়ে গিয়েছে জয়িতা। তার প্রাণে বাঁচার কোনও আশা দেখতে পাচ্ছেন না তারা। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন।”

কিন্তু, জয়িতা খাদ থেকে পড়ে গেলেও তাঁর স্বামী রাহুল আহত কিনা, বা সে তাকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা করেছিল কিনা, তা নিয়ে ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ বাবা যাদব চন্দ্র দাস বলেন, ”হঠাৎ আমার মেয়ে কীভাবে পড়ে গেল তা বুঝতে পারছি না।

জামাই তখন কি করছিল? সে কি জয়িতাকে আদৌ বাঁচানোর চেষ্টা করেছিল?” জয়িতার মর্মান্তিক মৃত্যুকে ঘিরে দুই পরিবারের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এই রহস্যজনক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই জয়িতার দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে খবর।