সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’রো পারদ নামার আ’শ’ঙ্কা, মকর সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া?

সপ্তাহের শুরুতেই বড়সড় রদবদল হতে পারে আবহাওয়া এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পৌষ সংক্রান্তিতে নিম্নচাপের কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস! থাকবে শুষ্ক আবহাওয়া উত্তর থেকে দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ। আগামী ১৩ই জানুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যেই থাকবে।

তবে তাপমাত্রা বাড়তে পারে ১৪ তারিখ থেকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার পর তাপমাত্রা কিছুটা বাড়বে এই সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বুধবার কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রিতে ডিগ্রিতে নেমে যেতে পারে।

উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশা বজায় থাকবে। দার্জিলিং কালিম্পং কোচবিহারে দৃশ্যমানতা কমে যাবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আসানসোল এবং পূর্ব বর্ধমানে তাপমাত্রা নেমে যেতে পারে তুলনামূলকভাবে এমনকি শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে।

আরো খবর: নায়িকা হতেই মুম্বইয়ে পা’ড়ি দিয়েছিলেন, কিন্তু ১৭ বছর বয়সেই দুই সন্তানের মা হলেন ঊর্বশী, জানুন কাহিনী

বুধবার পাঞ্জাব চন্ডিগড় হরিয়ানা সহ উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। দক্ষিণ বাংলাদেশে একটি ঘুর্নাবর্ত অবস্থান করছে যার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী শুক্রবারে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে। এদিকে আজ মঙ্গলবার ভোরের দিকে কুয়াশা ছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে।

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নেই বললেই চলে তার ফলে আবহাওয়া শুষ্ক। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপেক্ষিক আদ্রতা এক ধাক্কায় বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের আধিকারিক।