সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘরে থা’ক’তে ভালো লাগছিলো না, একঘেয়েমি কা’টা’তে ডাকাতি, যুবকের স্বীকারোক্তি পুলিশের কাছে

আমেরিকার ফ্লোরিডার এক যুবক একঘেয়েমি কাটাতে ব্যাংকে ও গ্যাস স্টেশনে ডাকাতি করলেন। অভিযুক্তকে গ্রেপ্তারের পর ডাকাতির কারণ হিসেবে পুলিশকে এমনটাই জানিয়েছে তিনি।

এমনকি ডাকাতির সময় পুলিশের টুপি পরা ছিল যুবকের মাথায়। ছোট নয়, রীতিমতো বড় ডাকাতি। অভিযুক্তের নাম নিকোলাস জ্যাপাটার ল্যামাডরিড। বয়স ৪৫ বছর। তিনি ডাকাতি করেন সার্কেল কে গ্যাস স্টেশন ও এক টি ডি ব্যাংকে। গত ৫ ডিসেম্বর রাত সাড়ে ৯টা নাগাদ ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে।

ব্যাংককর্মীরা অভিযোগ করেন, মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ অর্থ ছিনিয়ে নেয় নিকোলাস। দু’দিন পর সার্কেল কে গ্যাস স্টেশনে ঢুকে কতকটা একই কায়দায় ডাকাতি করেন তিনি। যদিও দ্বিতীয় ঘটনায় বন্দুক বের করতে হয়নি নিকোলাসকে।

আরো খবর: জো’রে হর্ন বাজালেই পুলিশের খ’প্প’রে পড়তে হবে, জ’রি’মা’না হ’বে ১০ গুণ!

এমন ভাবে পকেটে হাত ঢুকিয়ে রেখেছিলেন তিনি যে গ্যাস স্টেশনের কর্মী ভাবছিলেন পকেটে বুঝি বন্দুক রয়েছে। শুরুতে অভিযুক্তের জবাব শুনে ফ্লোরিডা পুলিশ চমকে গিয়েছিল বটে, পরে দেখা যায় বাস্তবিক ওই যুবকের অপরাধ জগতের সঙ্গে কোনও যোগ নেই। এমনকী সে একাই ডাকাতির এই ঘটনা ঘটিয়েছিল।