সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দত্তক নেওয়ার ব্যাপারে পুত্র সন্তানের চেয়ে কন্যাদের প্র’তি বে’শি আ’গ্র’হী অভিভাবকরা!

দেশে ক্রমশ কন্যা সন্তান দত্তক নেওয়ার প্রবণতা বাড়ছে অভিভাবকদের মধ্যে। সেন্ট্রাল এডুকেশন রিসোর্স অথরিটি তরফ থেকে জানানো হয়েছে বিগত তিনটি বছরে পুত্র সন্তানের থেকে 30 শতাংশ বেশি কন্যা সন্তান দত্তক নিতে চেয়েছেন অভিভাবকরা।

এই দেশে লিঙ্গের অনুপাতে মহিলাদের তুলনায় পুত্রসন্তান এগিয়ে থাকলেও দত্তক সন্তান গ্রহণের ক্ষেত্রে ছবিটা ঠিক উল্টো। 2021-22 অর্থবছরে 1674 কন্যা সন্তান দত্তক নেওয়া হয়েছিল।

সেই অনুপাতে পুত্র সন্তান দত্তক নেওয়ার সংখ্যাটা ছিল 1276, অন্যদিকে দুই হাজার কুড়ি 21 অর্থবছরে কন্যা সন্তান দত্তক নেওয়ার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 1856। পুত্র সন্তান দত্তক নেওয়ার সংখ্যাটা সেই জায়গায় 1286

আরো পড়ুন: আরো একজন উঠতি মডেল আ’ত্ম’হ’ত্যা করলেন বাংলায়

দত্তক গ্রহণের ক্ষেত্রে পুরুষের তুলনায় কন্যা সন্তানদের সংখ্যা 44 শতাংশ বেশি। শিশু এবং নারী কল্যাণের ক্ষেত্রে সেন্ট্রাল এডুকেশন রিসোর্স অথরিটি যাবতীয় তথ্য খতিয়ান রেখেছে। সেই সংস্থার তরফ থেকে প্রদত্ত রিপোর্ট অনুসারে এই তথ্যগুলো জানা গিয়েছে।

দেশের বাইরে বিদেশ থেকে দত্তক গ্রহণের ক্ষেত্রেও দেখা দিচ্ছে পুত্রসন্তানের তুলনায় কন্যা সন্তানদের প্রতি বেশি আগ্রহী অভিভাবকরা। সাধারণত এই দেশে কন্যা সন্তানদের উপরে অত্যাচার চলে।

গর্ভের সন্তান কন্যা জানার পর গর্ভপাতের প্রবণতা বেশি। সদ্যোজাত সন্তানকে ত্যাজ্য করার প্রবণতাও বেশি। তাই স্বাভাবিকভাবেই পুত্রসন্তানের তুলনায় কন্যা সন্তান দত্তক নেওয়ার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ সমাজের অবস্থান এখনো যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে।