সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিধায়কদের ধ’রে রাখতে বি’রা’ট ব্যবস্থা করেছেন শিন্ডে, জানুন কত খরচ হ’চ্ছে প্রতিদিন

মহারাষ্ট্রের রাজনৈতিক চাপানউতোর এখন তুঙ্গে। একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বহু বিধায়ক কং-এনসিপির সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলানোর দাবি তুলেই মহারাষ্ট্র ছেড়ে অসমের রাজধানী গুয়াহাটিতে ঘাঁটি গেড়েছেন৷

একনাথ শিন্ডের দাবি, তাঁর সঙ্গে ৪৪ জন বিধায়কের সমর্থন রয়েছে৷ গুয়াহাটির অন্যতম বিলাসবহুল হোটেল ‘র‌্যাডিসন ব্লু’তে আপাতত ঘাঁটি গেড়েছেন শিবসেনার জনা চল্লিশেক বিধায়ক।

যাঁদের অনুপস্থিতিতে মহারাষ্ট্রে সরকার পড়ে যাওয়া প্রায় নিশ্চিত। এই হোটেল দেশের রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রস্থল হয়ে উঠেছে।

আরো পড়ুন: বাড়ি-গাড়ির EMI বৃ’দ্ধি পাবে! রেপো রেট বা’ড়া’তে চলেছে RBI

সূত্রের খবর, ‘র‌্যাডিসন ব্লু’তে সাত দিনের জন্য হোটেলের সত্তরটি ঘর বুক করা হয়েছে। সেই ঘরেই রয়েছেন শিবসেনা ও নির্দল মিলিয়ে প্রায় ৫৫ জন বিধায়ক।

৫৬ লক্ষ টাকা সাত দিনের জন্য ঘর ভাড়া করতে খরচ হয়েছে । এ ছাড়াও দৈনিক আট লক্ষ টাকা খাওয়া-সহ অন্যান্য খরচ। দু’য়ে মিলিয়ে সাত দিনে এক কোটি ১২ লক্ষ টাকা।

এর সঙ্গে যুক্ত হবে চার্টার্ড বিমানের খরচ, বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত গাড়িভাড়া। এ ছাড়াও আরও অন্যান্য খরচ রয়েছে।