সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ি-গাড়ির EMI বৃ’দ্ধি পাবে! রেপো রেট বা’ড়া’তে চলেছে RBI

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৯০ শতাংশে করেছিল। এর আগে গত ৪ মে আরবিআই ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রেপো রেট।

সম্প্রতি RBI জানিয়েছে, সুদের হার বাড়ানোর এটাই সঠিক সময়। RBI গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রাস্ফীতি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এবং তা নিয়ন্ত্রণ করতে রেপো রেট বৃদ্ধি করা প্রয়োজন।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতি যাতে ঝিমিয়ে না পড়ে, সেটাও দেখার বিষয় রয়েছে। এই দুই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে RBI- কে।

আরো পড়ুন: লা’গ’বে না ওষুধ, এই ৫ রকমের পাতা শরীর থে’কে ভা’গা’বে জন্ডিস, জেনে নিন

প্রসঙ্গত, RBI রেপো রেট বৃদ্ধি করলেই বিভিন্ন ব্যাঙ্ক ও লোন সংস্থাগুলি লোনের উপর সুদ বৃদ্ধি করে। এরফলে গাড়ি, বাড়ি সব লোনই মহার্ঘ হয়ে উঠবে।