সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীনা স্মার্টফোন কোম্পানি গুলো ভারতে লা’ভ করতে পারছে না! ১৫ শতাংশ পতন বি’ক্রি’তে

একটা সময় ছিল যখন চীনা স্মার্টফোন বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করেছিল কিন্তু সেই সময় পাল্টেছে। সেই সময় শেষের দিকে , কারণ চিনা ফোনের অধিপত্য কমে আসছে বিশ্ব জুড়ে। একটা সময় ভারতে চীনা ফোনের আধিপত্য দারুণভাবে বিস্তার লাভ করেছিল। কিন্তু এখন সেটা ভারতে দারুন ভাবে কমতে চলেছে।

এইসব তাও ঠিক আছে, কিন্তু চীনা স্মার্টফোন এর চাহিদা নাকি কমে যাচ্ছে চিনেও। সম্প্রতি একটি তথ্যে জানা গিয়েছে দ্বিতীয় ত্রৈমাসিকে স্মার্টফোনের চালান ১৪.৭ শতাংশ হারে হ্রাস পেয়েছে , এর সাথে আরও জানা গেছে আমেরিকা ভিত্তিক পাবলিকেশন ফাইন্যান্সিয়াল পোস্টের প্রতিবেদন অনুসারে একটানা চতুর্থ ত্রৈমাসিক যাবৎ চিনা স্মার্টফোনের ব্যাপক হারে চাহিদা কমেছে

এই বিষয় নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, চীনা স্মার্টফোন এর বাজার বর্তমানে গভীর সংকটের মুখোমুখি। এদিকে আবার ব্লুমবার্গ জানিয়েছে, এদিকে আবার ভারত সরকার ১২ হাজার টাকার কম স্মার্ট ফোন বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন: নাবালিকা গ”’ণ”’ধ”র্ষ”ণ কেসে সর্বনিম্ন শা’স্তি কী যাবজ্জীবন? কেন্দ্রের কা’ছে জানতে চা’ই’লো সুপ্রিম কোর্ট

মোট কথা সস্তা স্মার্টফোনের বাজার থেকে চিনা স্মার্ট ফোন সড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ভারত সরকার। মোট কথা এক কথায় বলতে গেলে দ্বিতীয় ত্রৈমাসিকে চিনে স্মার্টফোনের চালান ১৪.৭ শতাংশ কমে ৬.৭২ কোটি ইউনিটে এসে দাঁড়িয়েছে, যা অবাক করা একটি তথ্য।‌।