সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’দ ব্যবসায়ীর অ’দ্ভু’ত নে’শা , এই ব্যক্তির সংগ্রহে ভারতের দুই প্রতিবেশী দেশের থেকেও বে’শি যু’দ্ধবিমান

মানুষ সত্যি অদ্ভুত একটি প্রাণী, তার চালচলন ভাবমূর্তি বোঝা মুশকিল। তার নানা ধরনের স্বাদ, পোশাক পরার ধরন, নান শখ সব কিছুই এক কথায় অবাক করা। এমনটাই উদাহরণ দিলেন এক জন মদ ব্যাবসায়ী। আপনার জীবনে কি কি ধরনের শখ হতে পারে? কি এমন হয়ত একটা গাড়ি কিনবেন, নয়ত সুন্দর একটা বাড়ি কিনবেন, নয়ত বছরে একবার করে বিদেশে ঘুরতে যাবেন। কিন্তু এখানে যে ব্যাক্তির কথা বলা হচ্ছে তার শখ একেবারেই সবার থেকে ভিন্ন।

ফ্রান্সের ওয়াইন ব্যবসায়ী মিশেল পন্ত, তিনি একজন সেনা কর্মীও বটে তাই হয়ত তার এমন শখ। ইতিমধ্যেই তার শখের কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। একটা নয় শতাধিক যুদ্ধবিমান তার সংগ্রহে রয়েছে। এটাই তার শখ যুদ্ধবিমান কেনা। একটি সমীক্ষা করে এখা গেছে বাংলাদেশ শ্রীলঙ্কা থেকেও তার কাছে বেশি যুদ্ধবিমান আছে। মোট ১১০ টি যুদ্ধ বিমান রয়েছে তার কাছে, যুদ্ধ বিমানের সাথে সাথে তার শখ পুরোনো গাড়ি সংগ্রহ করা।

তার বাড়ি সামনে এক একর জমিতে তিনি আঙ্গুর চাষ করেছেন। বিভিন্ন ওয়াইনের জন্য ফ্রান্সের বারগান্ডির নাম রয়েছে বিশ্ব জুড়ে, সেখানেই তিনি তার শখের বাড়ি কিনেছেন। সাথে ১২ হেক্টর জমিও কিনেছেন। সেখানেই তিনি তার শখের যুদ্ধবিমান রাখেন, তার কাছে নাকি প্রথম দিকের যুদ্ধবিমান রয়্যাল এয়ারফোর্সের মিটিওর ফাইটার , এর সাথে অত্যাধুনিক এফ ১৬ ফাইটিং ফ্যালকন বিমানও রয়েছে। জার্মানাএর বায়ুসেনার লুত্যাফ এর এফ-৮৬ মডেলটিও রয়েছে তার কাছে।

আরো পড়ুন: OMG: হঠাৎ করেই ব্যবসায়ীর Account-এ ঢুকে গে’লো ১২ হাজার কো’টি, কিন্তু এরপর?

৫০ এর দশকে নাকি এই যুদ্ধ বিমান দারুণ ভাবে সক্রিয় ছিল জার্মানিতে। বলতে বলতে শেষ করা যাবে না, তার কাছে কি কি বিমান আছে। এফ-১০৪ স্টারফাইটার, ইংলিশ ইলেকট্রিক লাইটিনিং, এফ ১০০ সুপার সাবরে, মিরাজ ৩ ফাইটার সহ ৬০ ও ৭০ এর দশকের যুদ্ধবিমান মিশেলের বিভিন্ন সংগ্রহ আছে।

আমেরিকা তো গেল এবার রাশিয়ার কিছু কিছু বিমানও রয়েছে তার কাছে যার মধ্যে মিগ-২১ ফিশবেড যুদ্ধবিমান, যা সুখোই এর মডেল। কিছু কিছু বিমান কিনতে অবশ্য তাকে অনেক বেগ পেতে হয়েছিল যার মধ্যে এফ-১৬, এটি আমেরিকার বিমান দীর্ঘ প্রতীক্ষার পরে এই বিমান কেনার অনুমতি পায় সে। শেষ্পর্যন্ত বিমানটি বেলজিয়ামের বায়ুসেনার কাছে থেকে তিনি কেনেনে, এভাবেই তার সংগ্রহে একের পর এক যুদ্ধবিমান জমতে থাকে।