সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নাবালিকা গ”’ণ”’ধ”র্ষ”ণ কেসে সর্বনিম্ন শা’স্তি কী যাবজ্জীবন? কেন্দ্রের কা’ছে জানতে চা’ই’লো সুপ্রিম কোর্ট

নাবালিকাকে গ’ণ’ধ’র্ষ’ণে’র ঘটনায় নূন্যতম কি শাস্তি হতে পারে? এই বিষয় নিয়েই প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্ট কেন্দ্র ও এটর্নি জেনারেলের কাছে। এতদিন যে নিয়ম ছিল সেখানে উল্লেখ করা রয়েছে যে ১২ বছর বা তার কম বয়সী নাবালিকাকে গ’ণ’ধ’র্ষ’ণে’র ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় দোষীকে।

তবে সম্প্রতি মহারাষ্ট্রের এক ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই শাস্তি নিয়ে সে জানিয়েছে কোনো চ্যালেঞ্জ তিনি করতে চান না , তবে নূন্যতম শাস্তি এত কঠোর হওয়া উচিৎ নয়।

এই কথা কানে আশার পরেই বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় ও এস বোপান্নার বেঞ্চ জানিয়েছেন , আমরা সাজা কমাতে চাই না। কিন্তু এটর্নি জেনারেলের কাছে এই প্রশ্ন তারা রেখেছেন যে , সর্বনিম্ন শাস্তির নোটিশ জারি করার জন্যই এই প্রশ্ন।

আরো পড়ুন: বহুদিন ধ’রে স্কুলে অনুপস্থিত অনুব্রত কন্যা, ইস্তফা না’কি ছুটি?

আগামী দুই মাস সময় দেওয়া হয়েছে কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারকে। তারা যাতে এই প্রশ্নের উত্তর যথাযথ দেয়। নিখিল শিবাজী গোলায়েত নামে এই ব্যক্তি ২০১৯ সালে ৯ বছরের এক নাবালিকাকে গ’ণ’ধ’র্ষ’ণ করার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন।

প্রথমে তার মৃত্যু দন্ড দেওয়া হয়েছিল । কিন্তু এই বিষয় নিয়ে এডভোকেট গৌরব আগরওয়াল জানিয়েছেন , এই কান্ডে ২০ বছরের জেল দেওয়া উচিৎ ছিল। এদিকে ১৯৮৩ সালের একটা রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সর্বনিম্ন শাস্তির হিসেবে। তবে সেটাকে খারিজ করে দেওয়া হয়েছিল।