সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না বি’ধি মে’নে উ’দ্বো’ধন হ’লো 33 তম মালদা জেলা বই’মেলা

করোনা বিধি মেনে উদ্বোধন হলো 33 তম মালদা জেলা বইমেলা

মালদা- করোনা বিধি মেনে অবশেষে উদ্বোধন হলো 33 তম মালদা জেলা বইমেলা। মঙ্গলবার বিবেকানন্দ স্কুলের পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠানের মধ্যে দিয়ে বইমেলার উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজী স্বামী তাগরুপা নন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী, মালদা জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত দাস, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, বঙ্গরত্ন চিকিৎসক ডি. সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 33 তম মালদা জেলা বইমেলা 3 জানুয়ারি উদ্বোধন হওয়ার কথা ছিল। হঠাৎ করে করোনা বৃদ্ধি পেলে পেছানো হয় বইমেলা।

করণা বিধি মেনেই এদিন উদ্বোধন করা হলো বইমেলার। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে লাগাম টানা হয়েছে। এবার বইমেলায় থাকছে না বিকেলের বেলকনি সহ বেশ কিছু অনুষ্ঠান মঞ্চ। মূল একটি অনুষ্ঠান মঞ্চে ছোট করে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার বইমেলায় মোট 94 টি প্রকাশনা উপস্থিত হয়েছেন। মোট সংখ্যা ১৩০ টি।