সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের একমাত্র বোবা পালোয়ান, অলিম্পিকসে জিতেছেন সোনা, পেয়েছেন পদ্মশ্রী

বোবা পালোয়ান ওরফে ভারতের কুস্তিগীর বীরেন্দ্র সিংহ। তিনি আদতেই দেশের গর্ব। কথা না বলতে পারাটা তার শারীরিক অক্ষমতা হতে পারে কিন্তু তার দুর্বলতা নয় একেবারেই। তিনি ইতিমধ্যেই দেশকে তিনটি সোনা এবং একটি ব্রোঞ্জের পদক এনে দিয়েছেন।

মূক এবং বধির হওয়া সত্ত্বেও তিনি একজন সফল কুস্তিগীর। তার সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব। তিনি জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। যে কারণে তার কাছে অনেক বাধা এসেছিল।

তবে তার লক্ষ্যের পথে তার শারীরিক প্রতিবন্ধকতা কখনও প্রতিকূলতা তৈরি করতে পারেনি। ছোট থেকেই তাকে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল।

জাতীয় স্তরের চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। একের পর এক কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি বিপক্ষকে কুপোকাত করেছেন। তবে এখনো তাকে অনেক তাচ্ছিল্যের শিকার হতে হয়।

কুস্তি নিয়ে তার পরিবার বংশানুক্রমে চর্চা করে আসছে। তার বাবা ছিলেন সিআইএসএফের জওয়ান। বন্ধুদের কাছে অপদস্ত হতে হতে ভেঙে পড়েছিলেন তিনি।

তাই তার কাকা তাকে প্রথম কুস্তির আখড়ায় নিয়ে আসেন। ১২ বছর বয়সে তিনি প্রথম প্রশিক্ষণ নিতে শুরু করেন। তিনি তিন বছরের মধ্যেই নও শের উপাধি লাভ করেন। আজ তাকে নিয়ে গর্বিত গোটা দেশ।