সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অক্ষয় তৃতীয়াতে সোনার বদলে এই প্রয়োজনীয় জিনিস ঘ’রে আনুন, সংসারে বি’রা’জ করবে সুখ-শান্তি

ধনতেরাসের মতন অক্ষয় তৃতীয়ার দিনটি সোনা কেনার ক্ষেত্রে শুভ বলে গণ্য করা হয়। তবে বর্তমানে সোনার যা অগ্নি মূল্য তাতে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা হাতের বাইরে। তাই যদি সোনা না কিনতে পারেন তবে চিন্তা নেই। সোনার পরিবর্তে ঘরে নিয়ে আসতে পারেন পাঁচটি জিনিস যার ফলে পরিবারে বজায় থাকবে সুখ-সমৃদ্ধি ঈশ্বর সর্বদা কল্যাণ করবেন।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়া এবারে বাইশে এপ্রিল। এই অক্ষয় তৃতীয়ার দিনে ঘরে আনুন পাঁচটি জিনিস এর ফলে লক্ষ্মীর অভাব হবে না। লক্ষ্মীর কৃপায় ধনধান্যে পূর্ণ থাকবে আপনার সংসার। এই দিনে ১১ টি করি কিনতে পারেন। সেই কড়ি দিয়ে যদি দেবী লক্ষীর পুজো দেন তবে দেবী লক্ষ্মী আপনার প্রতি বিশেষ শুপ্রসন্ন হবেন। ঘরে বজায় থাকবে সুখ এবং সমৃদ্ধি।

ঘরে আনতে পারেন দক্ষিণাবর্তী শঙ্খ। এই শঙ্খকে দেবী লক্ষীর কৃপাধন্য বলে মনে করা হয়। এই বিশেষ শঙ্খ সমুদ্র মন্থন থেকে পাওয়া গিয়েছিল বলে মনে করা হয়।। এটি বাড়িতে এনে পুজো করলে দেবী লক্ষ্মী সর্বদা আশীর্বাদ বর্ষণ করেন।

আরো খবর: নিম্নচাপ অক্ষরেখার প্র’ভা’বে না’জে’হা’ল রাজ্যবাসী, বৃষ্টি নিয়ে কি বা’র্তা দিলো হাওয়া অফিস?

একাক্ষী নারকেল দেবী লক্ষ্মীর এক প্রতীক হিসেবে মনে করা হয়। যাদের কাছে এই নারকেল থাকে তারা সবসময় দেবীর আশীর্বাদ পেয়ে থাকেন। জীবনে কখনো তাদের বাড়িতে আর্থিক বাধার মুখোমুখি হতে হয় না।

অক্ষয় তৃতীয়ার দিন এই নারকেল কিনে আনতে পারেন। বাড়িতে পারদের শিবলিঙ্গ কিনতে পারেন এই দিনেই। ঘরে যদি পারদের শিবলিঙ্গ থাকে তবে তা লক্ষ্মী এবং ভগবান কুবেরের বিশেষ প্রিয় হয়ে থাকে।

অক্ষয় তৃতীয়ার দিন কাঁচের কচ্ছপ কিনে আনতে পারেন। এতে যে কোন প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন।