সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিম্নচাপ অক্ষরেখার প্র’ভা’বে না’জে’হা’ল রাজ্যবাসী, বৃষ্টি নিয়ে কি বা’র্তা দিলো হাওয়া অফিস?

গরমে সিদ্ধ হওয়ার যোগার আম বাঙালির। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র একই ছবি ধরা পড়েছে। দার্জিলিঙে বরফ গলে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের চিত্রটা তো ভয়ংকর থেকে আরও ভয়ংকর হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আগামী ২০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

এখনো পর্যন্ত বৃষ্টির কোন পূর্বভাস নেই যদিও আবহাওয়া দপ্তর বলেছে এত আগে থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। বাতাসে আদ্রতা নেই তাই বৃষ্টি হবার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অক্ষরেখার ফলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে এর ফলে আরো অস্বস্তি বাড়বে সাধারণ মানুষের।

অন্যান্য দিনগুলো তুলনায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলার সর্বত্র তাপমাত্রা কিছুটা কম রয়েছে। কিন্তু আর্দ্রতা জনিত অস্বস্তির জন্য ঘাম হবে। বৃষ্টির জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন হয় সেই পরিমাণ জলীয় বাষ্প এখনো পর্যন্ত রাজ্যে ঢোকেনি। উত্তর-পশ্চিম দিক থেকে আসা গরম হাওয়া শুষ্ক করেছে রাজ্যের আবহাওয়া।

আরো খবর: আগামী কাল থেকেই টা’না ৭ দিন স্কুল ছুটি, ঘো’ষ’ণা করলেন মুখ্যমন্ত্রী

শনিবার আদ্রতা জনিত অস্বস্তিকর গরম থাকলেও আবারও শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করেছে।উত্তরবঙ্গের পরিস্থিতি দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বেশ কয়েকদিন তাপ প্রবাহের আশঙ্কা করা হচ্ছে।

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ ৮৫%।