সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দ্বি-নাগরিক’ত্বের অ’ভি’যো’গে ভারত নেপাল সী’মা’ন্ত থেকে এক জন’কে গ্রে’প্তা’র ক’র’লো পু’লি’শ

দ্বি-নাগরিকত্বের অভিযোগে ভারত নেপাল সীমান্ত থেকে এক জনকে গ্রেপ্তার করলো পুলিশ

ভারত নেপাল সীমান্ত থেকে দ্বি নাগরিকত্বের অভিযোগে গ্রেফতার এক। ধৃতের নাম মহম্মদ নওশাদ। সে বিহারের মুজফরপুরের বাসিন্দা।

জানা গিয়েছে যে ওই যুবক ভারত নেপাল সীমান্তের ভাতগাঁও চেকপোস্ট দিয়ে ভারত থেকে নেপালের দিকে যাচ্ছিল। সেই সময় সীমান্তে প্রহরারত এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সহেন্দ হয়। এর পরেই ওই যুবককে আটক করে এসএসসি জওয়ানরা।

এবং তল্লাশি চালিয়ে ভারতীয় আধার কার্ড এর পাশাপাশি নেপালের নাগরিকত্বের শংসাপত্রও উদ্ধার হয়। নেপালের নাগরিকত্বের শংসাপত্র অনুযায়ী ওই যুবকের নাম নওশাদ আলম৷ এর পরেই ওই যুবককে রবিবার সন্ধ্যায় খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়। তবে ওই যুবক কীভাবে দেশের নাগরিকত্বের শংসাপত্র পেয়েছে খতিয়ে দেখছেন পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।