সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনের টিকিট কা’টা নিয়ে ন’য়া নিয়ম জেনে নিন, এটি না করলে হ’বে না বুকিং

ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নয়া নিয়ম চালু করেছে। সেই নিয়ম পালন না করলে ট্রেনে টিকিট কাটা যাবে না। হবে না বুকিং।

আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটলে এবার থেকে তাহলে টিকিট কাটার আগে বাধ্যতামূলকভাবে ফোন নম্বর এবং ইমেল আইডি যাচাই (ভেরিফিকেশন) করতে হবে। ভেরিকেশন ছাড়া ট্রেনের টিকিট কাটা যাবে না বলে জানানো হয়েছে।

ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) জানিয়েছে যে করোনাভাইরাস মহামারীর কারণে যাঁরা কয়েক বছর ধরে ট্রেনে টিকিট কাটেননি, তাঁদের ক্ষেত্রে নয়া নিয়ম প্রয়োজ্য হবে। সেই যাত্রীদের টিকিট বুকিংয়ের আগে নিজেদের ইমেল আইডি এবং মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: জটিল অ’সু’খে ভুগছেন চীনের প্রেসিডেন্ট! অপারেশন করাতে রা’জি নন তিনি, বলছে রি’পো’র্ট

ট্রেন টিকিট কাটার জন্য কীভাবে মোবাইল নম্বর ও ইমেল আইডি যাচাই করবেন?

১) IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in-তে যান। IRCTC অ্যাপও খুলতে পারেন।

২) ভেরিফিকেশন উইন্ডোতে যেতে হবে।

৩) নিজের নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখতে হবে।

আরো পড়ুন: অশনির দা’প’টে অন্ধ্র উপকূলে ভেসে এলো সোনায় মো’ড়া বি’রা’ট রথ, ভিডিও বিশ্বজু’ড়ে ভাইরাল

৪) ডানদিকে ভেরিফিকেশনের অপশন পাবেন। বাঁদিকে এডিট বাটন আছে। মোবাইল নম্বর বা ইমেল আইডি সংশোধন করতে চাইলে তা সংশোধন করে নিন। যদি সংশোধন করতে না হয়, তাহলে ভেরিফিকেশন অপশন বেছে নিন।

৫) নিজের নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে OTP পাবেন। তা যাচাই করে নিন।

কীভাবে IRCTC-র মাধ্যমে ট্রেনের টিকিট কাটবেন?

১) IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.co.in-তে যান। IRCTC অ্যাপও খুলতে পারেন।

২) তারপর যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন, সেই স্টেশন বেছে নিন। গন্তব্যের স্টেশন বেছে নিতে হবে। যাত্রার তারিখ, শ্রেণি বেছে নিতে হবে মানুষকে।

৩) তারপর ওই রুটের বিভিন্ন ট্রেনের নাম দেখাবে। নিজের পছন্দ অনুযায়ী ট্রেন বেছে নিয়ে ‘Book Now’-তে ক্লিক করুন।

আরো পড়ুন: ব্ল্যাক হোল থেকে আসা তরঙ্গকে রে’ক’র্ড করলো নাসা, শব্দ শুনলে ভ’য় পেতে বা’ধ্য আপনি

৪) তারপর যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, পছন্দের বার্থ, খাদ্য সংক্রান্ত তথ্য দিতে হবে।

৫) ‘Make Payment’-তে ক্লিক করুন। তারপর ট্রেনের ভাড়া মিটিয়ে দিতে হবে।