সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জটিল অ’সু’খে ভুগছেন চীনের প্রেসিডেন্ট! অপারেশন করাতে রা’জি নন তিনি, বলছে রি’পো’র্ট

চিনা প্রেসিডেন্ট জিনপিং মস্তিষ্কের জটিল রোগে ভুগলেও অস্ত্রোপচার করতে রাজি নন। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই এই কথাই জানিয়েছে। চিরাচরিত চিনা ওষুধের মাধ্যমে চিকিৎসা করার পক্ষপাতী তিনি।

যে রাষ্ট্রনেতার শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। এমনকী গত বছরের শেষের দিকে তাঁকে হাসপাতালেও ভরতি করা হয়েছিল বলে বিভিন্ন রিপোর্ট উদ্ধৃত করে এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।

যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মস্তিষ্কের জটিল রোগে (মস্তিষ্কের রক্তকোষ সংক্রান্ত অসুখ) ভুগলেও অস্ত্রোপচার করতে রাজি নন জিনপিং।

আরো পড়ুন: অশনির দা’প’টে অন্ধ্র উপকূলে ভেসে এলো সোনায় মো’ড়া বি’রা’ট রথ, ভিডিও বিশ্বজু’ড়ে ভাইরাল

তিনি চিরাচরিত চিনা ওষুধের মাধ্যমে চিকিৎসা করার পক্ষপাতী। যে রাষ্ট্রনেতার শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে।

বিশেষত করোনাভাইরাস সংক্রমণের পর চিনের শীতকালীন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের আগে পর্যন্ত বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ এড়িয়ে যাচ্ছিলেন। ফলে জিনপিং অসুস্থ হয়ে পড়েছেন বলে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে একটি মহল।