সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রায়ই লক্ষ্য করেছেন গাড়ির পিছনে কুকুর তা’ড়া করে! আসল কারণ জানলে হ’ত’বা’ক হবেন আপনি

খুব ভোর বা বেশি রাতে যদি কখনও আপনি কোথাও যান তাহলে কুকুরের তাড়া আপনাকে খেতেই হবে। এমন অনেক মানুষ আছেন যারা কাজ সেরে সেই সময় ঘরে ফেরে। তারা মাঝেমধ্যেই কুকুরের এহেন অত্যাচারের শিকার।

কুকুর গাড়ির পিছনে ধাওয়া করে, ডাকতে ডাকতে তেড়ে আসে, ঘেউ-ঘেউ করতে করতে গাড়ির পিছু নেয় – এসব ঘটনা ভোর বা বেশি রাতের খুব সাধারণ ব্যাপার।

কিন্তু কখনও ভেবে দেখেছেন যে গাড়ির পিছনে কুকুর কেন তাড়া করে? আজকের প্রতিবেদনে সেটাই বলব আপনাদের।অনেক সময় কুকুরকে গাড়ির টায়ারে প্রস্রাব করতে দেখা যায়। কারণ প্রস্রাব দিয়েই নিজেদের এলাকা চিহ্নিত করে নেয় কুকুরেরা।

আরো পড়ুন: আপনি কি চেকে লেনদেন করেন? এই চার ব্যাংকের গ্রাহকরা নতুন নি’য়’ম জেনে নিন

কুকুর ঘ্রাণের মাধ্যমেই নিজের এলাকার সবকিছু চিনে নেয়। কারণ কুকুরের ঘ্রাণশক্তি প্রবল। যদি ওই এলাকায় এমন কোনো গাড়ি ঢোকে যার গায়ে অন্য কুকুরের প্রস্রাবের গন্ধ রয়েছে, তখনই কুকুর ভাবে অন্য এলাকার কুকুর ওই এলাকায় ঢুকেছে এবং ডাকতে শুরু করে। আর সেই গাড়ির পিছনে ধাওয়া করে।

এছাড়াও, যদি কোনো কুকুরের সঙ্গী বা সন্তান কোনো গাড়ির চাপায় মারা যায়, বা আহত হয়, তাহলে কুকুর সেই ধরণের বা সেই রং-এর গাড়ি দেখলেই তাড়া করতে শুরু করে। কি অবাক করা ব্যাপার বলুনতো!