সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’য়া’ত কেকে-কে গিটার হা’তে ১০০ জন গান করে শে’ষ শ্র’দ্ধা জানালেন, ভাইরাল ভিডিও

আমরা কোনদিন ভুলতে পারবো না কৃষ্ণকুমার কুন্নথকে। হয়তো সেই ভাবে অনেকেই বেশ ভালোভাবে চিনতে না এই সংগীতশিল্পীকে কিন্তু এই সঙ্গীত শিল্পীর গাওয়া যে কোন গান আমাদের জীবনের সঙ্গে এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যে আমরা কোনদিনই সংগীতশিল্পীকে ভুলতে পারবো না।

হঠাৎ করে কলকাতার মাটিতে এসে এইভাবে চিরদিনের জন্য তিনি চলে যাবেন তা সত্যি কেউ ভাবতে পারেনি। আজ একে অপরকে দোষ দিয়ে আর কোন লাভ নেই। না ফেরার দেশ থেকে আর কোনো দিন ফিরবেন না তিনি। সারাটা জীবনের জন্য আমাদের দোষারোপ করে যাবে সারা পৃথিবী।

সংগীত শিল্পীর মহাপ্রয়াণের পর নানাভাবে সকলে শ্রদ্ধা জানিয়েছেন কে কে কে। চোখের জলে প্রিয় গায়ক কে বারবার শ্রদ্ধা জানিয়েছেন সকলে। এবার কলকাতার নন্দনে।অভিনব একটি প্রোগ্রামের আয়োজন করলেন 100 জন শিল্পী। 100 জন শিল্পী এবং একশটি গিটার নিয়ে শেষ শ্রদ্ধা জানানো হল সংগীত শিল্পী কে।

আরো পড়ুন: বাংলায় ফে’র লাইনচ্যুত ট্রেন

সেই বিখ্যাত গান পল, গানের মাধ্যমে সকলের চোখে জল চলে এলো। সম্প্রতি এই ভিডিওটি প্রকাশ এসেছে এবং আরো একবার সকলের চোখে ভেসে উঠেছে সে দিনের ঘটনা।

শ্রদ্ধার্ঘ্য সমাবেশের আয়োজন করেছিল টিম বি গার্ডেন বস্কর্স নামে একটি সংগঠন। দায়িত্বে ছিলেন শান্তনু যিনি ফেসবুকে লিখেছেন, আমরা কিছুদিন আগেই কৃষ্ণকুমার কুন্যাথকে হারিয়েছি।

এমন একজন অভিনব শিল্পীকে আমরা হারিয়ে ফেলবো আর এভাবে আমরা কোনোদিন কল্পনা করিনি। এই কিংবদন্তি শিল্পী কে আমরা শেষ শ্রদ্ধা জানালাম আমাদের গানের মাধ্যমে। তিনি আরো বলেন, আমাদের সংগঠন থেকে সকলকে আহ্বান জানিয়েছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।

গিটার বাজানোর হয়তো বিশাল দক্ষতা অনেকেরই নেই কিন্তু গানের তালে তালে সুর মিলিয়ে সকলে চেষ্টা করেছেন এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে। শান্তনুদা খেয়ে শতাধিক মানুষ পৌঁছে গিয়েছিলেন নন্দনের সামনে। নির্ধারিত দিনে সকলে মিলে গানের তালে তালে স্মরণ করেছিলেন সংগীতশিল্পীকে।