সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরভোটের গণনা ক’বে হবে? কবে জা’না যা’বে চার পুরসভার ভবিষ্যৎ?

করোনাকালীন পরিস্থিতির মধ্যেই চলছে পুর নির্বাচন। বর্তমান পরিস্থিতিতে বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ির নির্বাচনের দিনক্ষণ আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। প্রথমে জানানো হয়েছিল বাইশে জানুয়ারি নির্বাচন হবে। তবে পরে অবশ্য নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। করোনার কথা বিবেচনা করে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 12 ই ফেব্রুয়ারি এই চারটি নির্বাচনী কেন্দ্রে নির্বাচন হবে বলে জানানো হয়েছে।

এবার ভোট গণনার দিনক্ষণ জানিয়ে দিলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে 12 ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আগামী 14 ই ফেব্রুয়ারি নির্বাচনের গণনা হবে। ইতিমধ্যেই পুরভোটের প্রচার চলছে জোর কদমে। তবে ভোট গণনার দিন যাতে নির্বাচনী বিধি মেনে গণনা চালানো হয় এবং করোনা সম্পর্কিত সর্তকতা মানা হয় সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

রাজা জুড়ে এই মুহূর্তে পুরভোটের প্রচার চলছে। করোনার জেরে প্রচারের কর্মসূচি বারবার বিঘ্নিত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন রাজ্যে এখন করোনার দাপট কিছুটা হলেও কমেছে। যদিও ফেব্রুয়ারির মাঝামাঝি সংক্রমনের মাত্রা কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ভোট উপলক্ষে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করা হয়েছে। নির্বাচন থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কড়া সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।