সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ্বালানির দা’ম কমানোর ক’থা থাকলেও সি’দ্ধা’ন্ত প্রত্যাহার করলো তেল সংস্থাগুলো!

দেশের মানুষ এখন মুদ্রাস্ফীতি নিয়ে দারুণ মাথা ব্যাথার শিকার। দেশে একদিকে যেমন সমস্ত কিছুর দাম বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ডলারের কাছে টাকার দাম আরও কমে যাচ্ছে।

এই চাপের কারণে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাজ। প্রত্যেক মাসেই তেল সংস্থা গুলো তাদের তেলের দাম নির্ধারণ করে থাকে, আর সেই হিসেবেই এই মাসে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি ৪০ পয়সা কমার কথা ছিল।

কিন্তু এবারস এই সিদ্ধান্ত প্রত্যাহার করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইন্ডিয়া। যার কারণে সাধারণ মানুষের আশায় জল ঢালা হল। লিটার প্রতি ৪০ পয়সা কমলে অনেকটাই স্বস্তি আসত দেশে, কিন্তু এবার সেটা হবার নয়।

আরো পড়ুন: কালো মাস্ককে মুখ ঢে’কে ইডি দ’প্ত’রে হা’জি’রা দিলেন অনুব্রত কন্যা সুকন্যা

সাধারণত দৈনিক তেলের দাম ওঠা নামা করে, কিন্তু নভেম্বর মাসের প্রথম দিকেই এক ধাক্কায় অনেকটাই কমার কথা ছিল জ্বালানির দাম। কিন্তু সেটা না হওয়ার কারণে কপালে চিন্তার ভাজ সাধারণ মানুষের।