সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাইনাস ২০ ডিগ্রিতে প্রজাতন্ত্র দি’ব’সে ১১ হাজার ফু’ট উচ্চতায় স্কি করছেন ITBP-র জওয়ানরা

ভাবুন তো দু’চোখের সামনে শুধু অনন্ত প্রসারিত ধূ ধূ বরফ! আর সেই ঠান্ডায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১১ হাজার ফুট উচ্চতায় স্কি করছে Indo Tibetan Border Police (ITBP)! বলুনতো কোন জায়গার কথা বলছি!

উত্তরাখণ্ডের আউলিতে বরফের কোলে ITBP ‘হিমবীর’- এর সাধারণতন্ত্র দিবস উদযাপনের ভিডিও ভাইরাল হল নেট দুনিয়ায়।

ITBP-র পক্ষ থেকে শেয়ার করা একাধিক ভিডিও গুলি ব্যাপক ভাইরাল হয়েছে। তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে সাদা বরফে ডাকা আউলিতে কালো পোশাকে স্কি করছেন জওয়ানরা। আর হাতে রয়েছে জাতীয় পতাকা।

অন্য এক ভিডিওতে বরফে ঘেরা লাদাখে ITBP জওয়ানদের ৭৩তম সাধারণতন্ত্র দিবসের সকালে কুচকাওয়াজ করতে দেখা যাচ্ছে।

৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইটার হ্যান্ডেল থেকে মোদী পোস্ট করেন, ‘সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’