সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্ল্যাক হোল থেকে আসা তরঙ্গকে রে’ক’র্ড করলো নাসা, শব্দ শুনলে ভ’য় পেতে বা’ধ্য আপনি

বিজ্ঞানীরা ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের যে ধারণা দিয়েছেন তা খানিকটা এই রকম – মহাবিশ্বে নিকষ কালো এমন গহ্বর যার আকর্ষণ ক্ষমতা এতটাই যে আলো পর্যন্ত এর মধ্য দিয়ে যেতে পারে।

এমনকি ব্ল্যাক হোলের শূন্যতা আলোকেও শুষে নিতে পারে। এবার সেই ব্ল্যাক হোল থেকেই নাকি বেরিয়ে আসছে অদ্ভূত ও ভয় ধরিয়ে দেওয়ার মতো শব্দ, যা শোনালেন নাসা-র বিজ্ঞানীরা।

নাসা-র বিজ্ঞানীরা ব্ল্যাক হোল থেকে ছুটে আসা চাপের তরঙ্গকে শব্দ তরঙ্গে পরিণত করে তা রেকর্ড করেছেন। আর চলতি সপ্তাহেই নাসার তরফে সেই বিকট শব্দ সকলের উদ্দেশ্যে রিলিজ করা হয়েছে।

আরো পড়ুন: গাড়ি থেকে নেমেই বনকর্মীদের উপর হা’ম’লা, গা’য়ে কাঁ’টা দেওয়া ভিডিও মুহূর্তে ভাইরাল

নাসা-র বক্তব্য, “সাধারণভাবে মহাশূন্যে কোনও শব্দ নেই বলেই মনে করা হয়। কারণ সেখানে বায়ুর কোনো স্থান নেই। আর বায়ুশূন্য স্থান দিয়ে শব্দ কখনো চলাচল করতে পারে না।

কিন্তু একটি গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে গ্যালাক্সিগুলি গ্যাস নির্গমন করতে থাকে। এর ফলেই তৈরি হয় শব্দ চলাচলের একটি মাধ্যম”। আর সব থেকে অবাক করাা ব্যাপার এই যে, নাসা ব্ল্যাক হোলের যে শব্দ রিলিজ করেছে তা আসল শব্দের থেকে অনেক গুণ বেশি।