সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গাড়ি থেকে নেমেই বনকর্মীদের উপর হা’ম’লা, গা’য়ে কাঁ’টা দেওয়া ভিডিও মুহূর্তে ভাইরাল

সম্প্রতি চিতাবাঘের এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে গায়ে কাঁটা দিয়ে উঠেছে সকলের। কিন্তু কি এমন ঘটনা যার জেরে নেটজনতাদের এই অবস্থা!

বেশ কয়েকদিন ধরেই হরিয়ানার পানিপথের বেহরামপুর গ্রামে এক চিতাবাঘ তার অত্যাচার চালাচ্ছিল। ভয়ে কাঁটা হয়ে উঠেছিল এলাকাবাসী। এলাকার বহু মানুষের উপর হামলা চালায় সে।

আর সে খবর বনদপ্তরে পৌঁছোতেই স্টেশন হাউস অফিসার এবং দু’জন বনকর্মী এলাকায় যান। সাধারণ মানুষকে স্বস্তি দিতে চিতাবাঘকে খাঁচাবন্দিও করা হয়। তবে খাঁচাবন্দি হওয়ার পরেই যত বিপত্তি।

আরো পড়ুন: India Map তৈরি করলেন ৭৭ টি পয়সা দিয়ে, মুর্শিদাবাদের শিক্ষকের কী’র্তি চ’ম’কে দি’লো সকলকে

জিপে করে নিয়ে যাওয়ার সময় কোনোভাবে বাইরে ঝাঁপ দিয়ে বেরিয়ে বনকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। কারও মুখে আবার কারও হাতে কামড় দেয়।

পানিপথের জেলা পুলিশ সুপার শশাঙ্ক কুমার শাওয়ান ভিডিওটি টুইট করে ক্যাপশনে লেখেন, “পুলিশ এবং বনকর্মীদের জন্য বেশ কঠিন দিন ছিল এটি।

তাঁদের সাহসিকতাকে কুর্নিশ জানাই। দুই কর্মী জখম হলেও দিনে শেষে সকলেই নিরাপদে রয়েছেন। এমনকি ওই হামলাকারী চিতাবাঘটিও।

ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই রাতারাতি তা ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক পড়েছে আট হাজারেরও বেশি। প্রায় ২ হাজারের কাছাকাছি ওই ভিডিওটিকে রিট্যুইট করা হয়েছে।

ভিডিওটি দেখে পুলিশকর্মী এবং বনকর্মীদের সাহসিকতার প্রশংসা জানিয়েছেন নেটিজেনরা। কতটা ঝুঁকি নিয়ে যে পুলিশ এবং বনকর্মীদের কাজ করতে হয়, তা আজ স্পষ্ট অধিকাংশ নেটিজেনের কাছে। হরিয়ানার রোমহর্ষক এই ভিডিওকে কেন্দ্র করে জোর শোরগোল শুরু হয়েছে নেট মাধ্যমে।