সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

India Map তৈরি করলেন ৭৭ টি পয়সা দিয়ে, মুর্শিদাবাদের শিক্ষকের কী’র্তি চ’ম’কে দি’লো সকলকে

মানুষের প্রতিভার শেষ নেই। আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে নানারকম প্রতি ভার দর্শন পাওয়া যায়।কেউ আবার নিজের প্রতি ভার জেরে নাম তুলে নেয় ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে’।

সম্প্রতি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের থানার নিমতিতা শেরপুর গ্রামের বাসিন্দা অমরজিৎ মণ্ডল ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে’ জায়গা করে নিলেন ৭৭টি তামার এক পয়সা দিয়ে ৪৮০ বর্গ সেন্টিমিটার ভারতীয় ম্যাপ তৈরি করে।

ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে বাড়ির ছেলের নাম ঘোষণা হতেই পরিবারের সকলে আনন্দে গর্বে উচ্ছ্বসিত হয়েছে। সোমবার ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে অমরজিৎ মণ্ডলকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

আরো পড়ুন: টিভি শো’তে প্লাটিনাম লেহেঙ্গা-চোলি পরে এলেন মৌনী, মু’হূ’র্তে ভাইরাল ছ’বি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা অমরজিৎ মণ্ডল বর্তমানে শাহাজাদপুর হাইস্কুলের একজন শিক্ষক। দীর্ঘদিন ধরেই বহু দেশি বিদেশি প্রাচীন মুদ্রা তিনি সংগ্রহ করে আসছেন।

শুধু শখের বশে সংগ্রহ নয়, বরং সেই পুরনো পয়সা দিয়ে কিছু একটা করবেন বলে স্থির করে নিয়েছিলেন। এর আগেও তিনি এরূপ রেকর্ডের চেষ্টা করেছিলেন,কিন্তু দু’বার ব্যর্থ হন, তবে তৃতীয় বারের প্রচেষ্টা সফল হয় তাঁর।

এক পয়সা দিয়ে তৈরি করা ওই ভারতীয় ম্যাপের উচ্চতা ২৪ সেন্টিমিটার এবং প্রস্থ ২০ সেন্টিমিটার। গত ২০ এপ্রিল পয়সা দিয়ে তৈরি সেই ভারতীয় ম্যাপটি পাঠিয়েছিলেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে। সোমবার সেখান থেকে একটি ইমেলে জানানো হয় তাঁর ম্যাপ ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে৷

আরো পড়ুন: গাড়ি কি’নে শিরোনামে শ্রাবন্তী, দাম শুনলে ল’জ্জা পেতে পারেন ব’ড়ো ব’ড়ো শিল্পপতিরা

বিগত দশ বছর ধরে এক পয়সাগুলি সংগ্রহ করেছিলেন তিনি। মাত্র ২৪ সেমি × ২০ সেমি মাপের সবচেয়ে ছোট ভারতীয় ম্যাপটি তৈরি করতে তিনি পিচবোর্ড ও আঠা ব্যবহার করেছিলেন। ম্যাপটি সম্পূর্ণ করেই আর সময়ের অপেক্ষা করেননি, সাথে সাথেই সেটি পাঠিয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক আসরে।

২২ এপ্রিল ২০২২ ফাইনাল পর্ব হওয়ার পর সোমবারই প্রকাশিত রেজাল্ট থেকে জানা যায়, ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে’ নাম উঠেছে শিক্ষক অমরজিৎ মণ্ডলের। আর নাম ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় ওঠে, সেই সাথে শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসীও৷

অমরজিৎ মণ্ডল বলেন, “দীর্ঘদিন ধরেই বিভিন্ন দেশি বিদেশি পয়সা সংগ্রহ করা আমার শখ। তাই আমার সংগ্রহে সব ধরনের পয়সাই আছে৷ আমার কাছে স্বাধীনতার আগেরও কিছু পয়সা আছে৷ ১৮১৮ সালের পয়সা আছে৷

আরো পড়ুন: ২৪-এ একসাথে হবে বিধানসভা-লোকসভা নির্বাচন হ’বে! শুভেন্দুর ক’থা’য় তোলপাড় রাজ্য রাজনীতি

স্বাধীনতার পর যা পয়সা বেরিয়েছে, সেগুলোও আছে আমার কাছে৷ এমনকি পাঁচ টাকার কয়েন যত রকমের বেরিয়েছে, সব ধরনের আমার কাছে আছে৷ ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে এই প্রথম আমি আমার কাজ পাঠিয়েছিলাম৷

এর আগে আরও অনেক জায়গায় আমার কাজ পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু সেখানে সাফল্য পাইনি৷ সব ব্যর্থতা দূরে সরিয়ে ফের আন্তর্জাতিক আসরে নিজের হাতে তৈরি ম্যাপটা পাঠাই৷ আর সেখানেই এত বড়ো সাফল্য পাই।”