সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১২ মাসের ইংরেজি না’ম হঠাৎ করেই চে’ঞ্জ হ’য়ে গে’লো! জানা না থাকলে কো’নো কা’জে এ’গো’তে পারবেন না

বর্তমান সময়ে সোশ্যাল নেটওয়ার্ক আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, যে অঙ্গের থেকে আমরা হয়তো দুমিনিটও আলাদা থাকতে পারিনা। রাস্তায় চলতে চলতে হোক কিংবা খেতে খেতে সমস্ত সময়ই আমরা সোশ্যাল মিডিয়াকে পর্যবেক্ষণ করি। কোথায় কি কি রকম খবর ভাইরাল হচ্ছে সেগুলো দিকে নজর দি।

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে এক বৃদ্ধাকে বলতে শোনা যাচ্ছে ইংরেজি ১২ টি মাসের নাম। এক বৃদ্ধা এমনভাবে বলছেন যে স্বাভাবিকভাবেই সেটি হাস্যকর একটি পরিস্থিতি সৃষ্টি করতে পারে যেকোনো জায়গাতে, তবে এটা ঠিক যে তিনি ভালোভাবে মনে রেখেছেন ইংরেজি মাসের নাম গুলো।

হয়তো তার উচ্চারণ গুলো সঠিক ভাবে না হওয়ার জন্য এটি বিশেষভাবে হাস্যকর পরিস্থিতির রূপ নিয়েছে। ভাইরাল হওয়া ভিডিও টিতে দেখা যাচ্ছে এক যুবক বৃদ্ধাকে জিজ্ঞেস করচ্ছে ১২ টি ইংরেজি মাসের নাম। যার উত্তরে ওই বৃদ্ধা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাসগুলিকে সঠিকভাবে বলতে পারলেও তার উচ্চারণ গুলো ছিল অন্যরকম।

জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাস গুলির নাম তিনি জানিয়েছেন জানোয়ার, ফেব্রু, মাছ, আপিল, মেঘ, জোনাকি, জোলাপ, আগস, সেফটিপিন, রক্তবর, নবাব, ডিশ। মাস গুলির নাম উচ্চারণে ভুল করে থাকলে বৃদ্ধার কিন্তু বারটি মাসের নাম এবং কোনটির পর কোনটি আসে সেটা কিন্তু খুব সুন্দর ভাবে জানা।

তাই তার উচ্চারণের পদ্ধতিটি দেখে এবং শুনে নেটিজেনদের যেমন মজা লেগেছে তেমনি অন্যদিকে তার প্রত্যেকটি মাসকে ভালোমতো মনে রাখার জন্য অনেকে প্রশংসা করেছেন।