সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবথেকে কম টা’কা’য় ঘুরে আসুন দক্ষিণ ভারত, সু’যো’গ দি’চ্ছে IRCTC

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যাণ্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে যাত্রীদের জন্য এক দারুণ সুযোগ। দক্ষিণ ভারত ঘোরার এত বড় সুযোগ এর আগে আসেন, irctc এর পক্ষ থেকে এই সুযোগ করে দেওয়া হচ্ছে যাত্রীদের। ১০ রাত্রী ১১ দিনের এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে irctc এর পক্ষ থেকে।

এই ধরনের প্যাকেজ ঘোষণা কিন্তু নতুন নয়, irctc এর পক্ষ থেকে এর আগেও বহু প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে বাংলা ও বিহারের মানুষদের জন্য দক্ষিণ ভারত ভ্রমণের এক দারুন সুযোগ। তিরুপতি, রামেশ্বরম, কন্যাকুমারী মাদুরাই, মল্লিকার্জুন ঘুরতে পারবেন, সেখানে থাকা খাওয়া হোটেল সমস্ত কিছু ব্যবস্থা করবে আইআরসিটিসি।

গতকাল বৃহস্পতিবার আইআরসিটির পক্ষ থেকে শিলিগুড়িতে একটি সম্মেলনে এই কথা জানানো হয়েছে যে, ট্রেনের মোট তিনটি সেকশনে সফর করা যাবে স্লিপার, থার্ড এসি ও সেকেন্ড এসি।

আরো খবর: ভারতীয় রেলের সবথেকে নোং’রা ট্রেন কোনগুলো? রইলো তা’লি’কা

আইআরসিটির পক্ষ থেকে সেকশন হিসেবে প্রত্যেকটি যাত্রীর মাথাপিছু ভাড়া ঘোষণা করা হয়েছে, স্লিপারে 20 হাজার 900 টাকা থার্ড এসিতে খরচ পড়বে 34,500 টাকা ও সেকেণ্ড এসিতে 43,000 টাকা খরচ পড়বে।

এই বিষয় নিয়ে আইআরসিটিসির সুপারভাইজার দীপঙ্কর মান্না জানিয়েছেন , এই নির্ধারিত টাকার বাইরে যাত্রীদের আর একটা টাকা খরচ করতে হবে না। ট্রেনটি ছাড়বে কাটিহার থেকে তাই শিলিগুড়ি ও তার আশেপাশের যাত্রীরা যেতে চাইলে বাসে করে কাটিহার আসতে হবে এবং সেখান থেকে ট্রেনে উঠতে হবে।

ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবসময় খাওয়ার ব্যবস্থা থাকবে তবে সব খাবার হবে নিরামিষ। যাত্রীদের সুরক্ষার জন্য সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।