সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শীতের বিদায় নেওয়ার পা’লা এবার! রাজ্যে পশ্চিমি ঝঞ্ঝার দা’প’ট, যা বললো হাওয়া অফিস

রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত, সেই কারণে শীত পিপাসু মানুষদের জন্য খারাপ একটি সংবাদ। ঠিকমতো শীত উপভোগ করার আগেই যেন রাজ্য ছেড়ে পালাচ্ছে। আর এই শীত চলে যাওয়ার পেছনে একমাত্র দায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার। ফের রাজ্যে হানা দিচ্ছে পশ্চিমী ঝঞ্জা, যার কারণে চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন জেলায় হালকা মাঝারি এমনকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, সরস্বতী পুজোর দিনেও থাকবে আকাশের মুখ ভার।যার সূত্রপাত আজ বৃহস্পতিবার থেকেই হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে বিভিন্ন সমতল ভূমিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে আজ বিকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে হাওড়া, হুগলি,দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। আর সেই কারণেই এখনও দেখা মেলেনি রোদের। আগামী কয়েকদিন এমনভাবেই মেঘাচ্ছন্ন থাকার কারণে, রোদের দেখা মিলবে না বলেই জানা যাচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে, ইতিমধ্যেই বিমান ওড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দরে। আজ কলকাতার তাপমাত্রা ২৮-১৯ ডিগ্রি তাপমাত্রা।যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।