সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের বাড়ছে ক’রো’না! শ’রী’রে এই অদ্ভুত লক্ষণ গু’লো কি দে’খা যা’চ্ছে?

ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। দৈনিক রাজ্যের করোনা সংক্রমণ ২.৫ হাজার হয়ে গিয়েছে। তবে এরপরও মানুষের হুশ নেই। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে।

IIT Kanpur করোনার এই বাড়বাড়ন্ত বা Covid 4th Wave সম্পর্কে কিন্তু জানিয়ে রেখেছিল। তবে মানুষ এই বিষয়টি নিয়ে একবারেই চিন্তা করেননি। এমনকী সাবধান হয়েছেন কম সংখ্যক মানুষ।

তার ফল ভুগতে হচ্ছে। করোনা বাড়তে থাকলে অনেক ক্ষেত্রে তৈরি হয়ে যায় সমস্যা। এই অবস্থায় দাঁড়িয়ে করোনার লক্ষণগুলি যদি না বুঝতে পারেন, তবে কিন্তু মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক হয়ে যাওয়া অত্যন্ত জরুরি।

আরো পড়ুন: শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন হবে স্মৃতি ইরানীর হাতেই, সি’দ্ধা’ন্ত কেন্দ্রের

১। কেবলমাত্র বুকে ব্যথা নয়। করোনার জন্য হার্টের সমস্যা পৌঁছে যায় অনেকটাই ভিতরে। এক্ষেত্রে হার্ট রেট ইরেগুলার হয়ে যেতে পারে। আসলে এই সময় হৃদগতি অনিয়মিত হয়।

তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই হৃদস্পন্দন নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। তবেই তো সমস্যার সমাধান করে ফেলা সম্ভব হবে। এক্ষেত্রে বুক ধড়ফড় করলেই চিকিৎসকের পরামর্শ নিন।

২। কোভিডের জন্য অনেকের পায়ে সমস্যা হচ্ছে। এক্ষেত্রে পায়ের আঙুলে, হাতে সমস্যাও দেখা দিতে পারে। এক্ষেত্রে জায়গাটার রং বদলে যায়। এমনকী জায়গাটা ফুলে যেতেও পারে। তাই সতর্ক হয়ে যাওয়াটা এমন ক্ষেত্রে খুবই জরুরি।

৩। কোভিড কিছু ক্ষেত্রে চোখের উপর আঘাত হানে। এবার চোখ তখন লাল হয়ে যায়। চোখ জ্বালা করতে পারে। এমনকী চোখে ব্যথা হওয়াও সম্ভব। তাই এই সময়ে চোখে এমন লক্ষণ দেখা দিলে সতর্ক হয়ে যান।

৪। Rash আসলে করোনার অন্যতম লক্ষণ। এবার এই Rash লাল রঙের হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দানার মতো Rash হয়। এছাড়া Rash-এর জায়গাটার রংও বদলে যায়। তাই প্রতিটি মানুষকে এই লক্ষণটিও মাথায় রাখতে হবে। তবেই সমস্যার সমাধান করা যেতে পারে।

৫। অনেক ক্ষেত্রেই করোনা সরসরি বুকের উপর আঘাত আনছে। আসলে হার্টের উপর এই সমস্যার বিশেষ ভূমিকা রয়েছে। তাই দেখা গিয়েছে যে বুকে ব্যথা অনেক ক্ষেত্রেই দেখা যায়। এক্ষেত্রে জ্বর বা অন্য কোনও সমস্যার পাশাপাশি বুকে ব্যথা হলে অবশ্যই সতর্ক হয়ে যান। এমনকী চিকিৎসকের পরামর্শ নিন। তবেই ভালো থাকতে পারবেন।