সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার সত্যি সত্যি ক্লিন বো’ল্ড! রান্নার গ্যা’সে’র দা’ম এক ধাক্কায় বাড়লো ২৬৫ টা’কা

উৎসবের মুখে ফের বাড়লো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এক ধাক্কায় 265 টাকা বেড়ে গেল গ্যাসের সিলিন্ডারের দাম। তবে কেবলমাত্র কমার্শিয়াল সিলিন্ডারের ক্ষেত্রেই এই দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি।

এই দামবৃদ্ধির পরে দিল্লিতে কমার্শিয়াল সিলিন্ডার এর দাম 2000 টাকা ছাড়িয়ে গেল। আগে যেখানে দাম ছিল 1733 টাকা। মুম্বাইতে আগে কমার্শিয়াল সিলিন্ডারের দাম ছিল 1683 টাকা। এই মুহূর্তে মুম্বাইতে 19 কেজি সিলিন্ডারের দাম এখন হয়েছে 1950 টাকা। কলকাতাতে 19 কেজি ইন্ডেন গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 2073.50 টাকা।

রেস্টুরেন্ট কিংবা হোটেলে ব্যবহৃত কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লেও রান্নার কাজে নিত্যপ্রয়োজনীয় ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়েনি। দিল্লিতে এই মুহূর্তে 14.2 কেজি বিনা ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে 899.50 টাকায়। গত 6 অক্টোবর দাম বাড়ানো হয়েছিল ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের।

কলকাতাতে এখন 926 টাকাতে, চেন্নাইতে 14.2 কেজি এলপিজি সিলিন্ডার 915.50 টাকায় পাওয়া যাচ্ছে। শুধু রান্নার গ্যাস নয়, দেশের প্রায় সমস্ত শহরেই পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গিয়েছে। একদিকে পেট্রোল-ডিজেলের দাম পাল্লা দিয়ে বাড়ছে, অপরদিকে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে নাজেহাল হচ্ছেন মানুষ।