সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৫৩ টা’কা দা’ম বেড়েছে সিলিন্ডারের

পেট্রোপণ্যের সঙ্গে সঙ্গে দিন দিন দাম বাড়ছে রান্নার গ্যাসের। এদিকে মধ্যবিত্তদের একমাত্র সম্বল এই রান্নার গ্যাস তাও দাম ছাড়িয়েছে হাজার টাকার উপরে যে পরিবারে মাসিক রোজগার তিন হাজার টাকা তারা কিভাবে ১০০০ টাকা দিয়ে গ্যাস কিনবে ভাবুন তো! কিন্তু উপায় নেই গ্যাস যে কিনতেই হবে নইলে বাড়িতে হাড়ি চড়বে না।

এক বছরের সিলিন্ডারের দাম কতটা বেড়েছে জানেন কি! গত এক বছরে দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৫৩.৫ টাকা। ২০২২ সালের মার্চ মাসে ৫০ টাকা ওই বছরেই মে মাসে ৫০ টাকা আবারও ওই একই মাসে ৩.৫ টাকা এবং জুলাই মাসে শেষবার অর্থাৎ চতুর্থবার ৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল রান্নার গ্যাসের।

বারবার রান্নার গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। নাভিশ্বাস উঠেছিল আমজনতার। সকলেই এখন তাকিয়ে আছেন ফেব্রুয়ারি মাসের প্রথম দিনের দিকে কারণ ওই দিনেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামান।

আরো খবর: Mutual Fund-র মুনাফার উপর ট্যাক্স কি দিতে হবে?

এই বাজেটের দিকে তাকিয়ে মানুষের অনেক রকম প্রত্যাশা রয়েছে কেউ কেউ আবার ইতিমধ্যেই জল্পনা শুরু করে দিয়েছেন রান্নার গ্যাসের দাম নাকি এক ধাক্কায় ৫০০ টাকা কমতে পারে।

আবার কেউ বলছেন হঠাৎ করেই মোদি সরকার বাড়িয়ে দিতে পারেন গ্যাসের দাম কি হবে আর কি না হবে তা কেউ বলতে পারছেন না। এখন দেখার দেশের মধ্যবিত্ত মানুষের জন্য কতটা ভাবে কেন্দ্র