সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৃষ্টির ভ্রু’কু’টি রাজ্যের ৮ জেলায়, আজকের আবহাওয়া কেমন থাকবে জানুন

শীত শেষ হতে না হতেই গরমের দাপট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ফ্যান, পাখা এসি ছাড়া থাকাই যাচ্ছে না। তবে এই গরমের শুরুতেই আরেক জনের উপস্হিতি লক্ষ্য করা যাচ্ছে, আর সে হল ঝড় বৃষ্টি। এতদিন হালকা পাতলা বৃষ্টির দেখা উত্তরবঙ্গের বুকে পাওয়া গেলেও দক্ষিণবঙ্গে তেমনভাবে পাওয়া যায়নি।

এবার আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের বুকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী ১০ ই মার্চ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২২ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩৪ ডিগ্রীর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া ভ্যাপসা গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি লেগেই রয়েছে। দক্ষিণবঙ্গের পর যদি এবার উত্তরবঙ্গের কথা বলা হয় তাহলে বলতে হয় উত্তরবঙ্গের ৫ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো খবর: এবার নিয়োগ দু’র্নী’তি কা’ণ্ডে টলিউড নায়ককে ত’ল’ব করলো ED, এবার তাহলে কে?

কোচবিহার, আলিপুরদুয়ার , জলপাইগুড়ি, দার্জিলিং কালিম্পং সব জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে পাহাড়ে হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। কিন্তু আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা তেমন একটা পরিবর্তন ঘটবে না।

এদিকে আজ পুরুলিয়া , পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগামীকাল শুক্রবার আবার দক্ষিণবঙ্গের আরও বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।